আসসালামু আলাইকুম। মিনি ব্লুটুথ স্পিকার দিয়ে মুভি দেখলে কি স্পিকার এর সাউন্ডের কারণে কানে কি কোনো ক্ষতি হয়?

1 Answers   4.4 K

Answered 2 years ago

ওয়ালাইকুম আস্সালাম।

উত্তরটা একটু জেনারেলাইজ করে দিই। মিনি ব্লুটুথ স্পিকার শুধু নয়, ছোট-বড় যেকোন স্পিকার সিস্টেম, ইয়ারফোন, হেডফোন ইত্যাদি যেকোন সাউন্ড সিস্টেেমই ব্যবহার করেন না কেন অতিরিক্ত জোরালো শব্দে দীর্ঘসময় ধরে শুনতে থাকলে অবশ্যই কানের ক্ষতি হতে পারে। শুধু নিজের ক্ষতি নয়, আশেপাশের সকলের বিরক্তি উৎপাদনসহ তাদেররও কানের ক্ষতি হতে পারে।

একটা বিশেষ কথা, আজকাল যুবশ্রেণি মিউজিকে লো ফ্রিকোয়েন্সি (ড্রাম ইত্যাদির বাজনা, চলতি কথায় যাকে বীট বলে থাকে) শুনতে খুব পছন্দ করে। এটা কিন্তু কখনও কখনও কারো জন্য খুব ক্ষতিকর হতে পারে। এর থেকে হার্টবিটের সমস্যা, মাথা ধরা এমনকি বমিভাব পযন্ত হতে পারে।

মোট কথা, অতিরিক্ত জোরালো শব্দে যেকোন সাউন্ড সিস্টেমেই হোক না কেন ব্যবহার করাতে (বিশেষ করে দীর্ঘ সময় ধরে) কানের ক্ষতি হতে পারে, মনোযোগের অভাব ঘটতে পারে। আর একারনে খেয়াল করবেন মোবাইল ফোনে একটা নির্দিষ্ট লেভেলের বেশি সাউন্ড দিলেই একটা সতর্কবার্তা দেখায়।

উত্তর পড়ার জন্য ধন্যবাদ।

Mostofa
mostofa
452 Points

Popular Questions