Answered 2 years ago
হবে, যদি আপনি যেনো তেনো পাওয়ার ব্যাংক ব্যবহার করেন। পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে।
Mobile Power Bank: পাওয়ার ব্যাংক মোবাইল এক্সেসোরিসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং অনেক প্রয়োজনীয় গ্যাজেট। এক এক মোবাইল কোম্পানি ভিন্ন ভিন্ন কনফিগারেশনের স্মার্টফোন তৈরি করে। আমরাও মোবাইল কিনতে গেলে অনেকটা দ্বিধায় পরি। RAM, ROM, Processor, Battery। সব কিছু আমাদের চাহিদা মত হয় না। এই যেমন ব্যাটারির এম্পিয়ারের কথা ধরা যাক। ব্যাটারির ক্ষেত্রে আমাদের চাহিদা থাকে অনেক বেশি। কিন্তু চাহিদার কথা চিন্তা করলেতো হবে না। স্মার্টফোন কোম্পানির কিছু বাধ্যবাধকতা আছে। তাই ব্যাটারির দিক থেকে নিজেকে সন্তুষ্ট রাখতে আমরা External Power source ব্যবহার করি। যাকে আমরা পাওয়ার ব্যাংক বলে ডাকি। আর আর পাওয়াফ ব্যাংক কেনার ক্ষেত্রে আমাদের কয়েকটা দিক মাথার রাখতে হবে।
ashis publisher