আসসালামু আলাইকুম জাকির নায়েকের টাই কি কুফরি?

1 Answers   14.4 K

Answered 2 years ago

ওয়ালাইকুম সালাম।

জাকির নায়েকের টাই নিয়ে মাথা ঘামাচ্ছেন? বাহ! আর কাজ নাই মনে হয়।

আচ্ছা এই যে ইহুদি, নাসারাদের আবিস্কৃত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে, ইহুদি-নাসারাদের আবিস্কৃত সেলফোন, ল্যাপটপ বা ট্যাব ব্যবহার করে প্রশ্নটি করলেন সেটা কুফুরি কী না- সে প্রশ্ন নিজেকে করেছেন কখনো?

কী অদ্ভুত বৈপরীত্যে ভরপুর আমাদের জীবন। তাই না?

ইসলামের মূল সৌন্দর্য হল ইলমে তাসাউফ। সেদিকে নজর দেন, দেখবেন জাকির নায়েকের টাই, আন্ডারওয়ার এসব বিষয় তুচ্ছ হয়ে যাবে।

আমরা মুসলমানরা ছুতা নাতায় ধর্মকে আলংকারিক ভাবে গ্রহণ করছি, মূল আহকামগুলোকে বাদ দিয়ে।

নফস বা আত্মার শুদ্ধি খুব জরুরি হয়ে পড়েছে।

তা না হলে বামপন্থী দলগুলোর মত একে অপরকে বাতিল করতে করতে একদিন প্রান্তিক অবস্থানে চলে আসবেন।

ও হ্যা আরেকটা কথা। তথাকথিত ইসলামী পোশাক বলে কিছু নেই। ইসলামী পোষাকের নামে আমরা মুসলিমরা যে পোশাককে চিনি সেটা মূলতঃ আরবদের পোষাক।

ভাল থাকবেন।


Belal Uddin
belaluddin
391 Points

Popular Questions