আল্লাহ যদি হও বললেই সব হয়ে যায়, তবে পৃথিবী তৈরী করতে ৬ দিন লাগলো কেন?

1 Answers   5.2 K

Answered 2 years ago

অনেকে হয়তো এই প্রশ্নটাও করতে পারেন, আল্লাহ যদি হও বললেই সব হয়ে যায়, তবে মানব সন্তান সৃষ্টি করতে দশ মাস সময় লাগে কেন, সাথে সাথেই হয়ে যায়না কেন?


আল্লাহ বলেন:


إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَهُ بِقَدَرٍۢ


"Verily, all things have We created in proportion and measure" ( Al Quran# 54:49)


"নিশ্চয়ই আমি সবকিছু নির্দিষ্ট অনুপাতে ও পরিমাপে সৃষ্টি করেছি।" ( আল কুরআন # ৫৪:৪৯)


যেহেতু আল্লাহ চেয়েছেন যে ছয় দিনেই এই মহাবিশ্বের সৃষ্টি হোক সেজন্য তা ছয় দিনেই হয়েছে।


তিনি যদি চাইতেন ছয় ঘন্টায় সৃষ্টি হোক তাহলে তাই হতো।


একই ভাবে আল্লাহ চেয়েছেন মানবসন্তান দশমাস গর্ভে অবস্থানের পরে জন্ম হোক, তাই দশমাস পরেই মানব সন্তান জন্ম গ্রহণ করে।


তিনি চাইলে দশ দিনেই তা হতে পারতো।


পানি কেন ১০০ ডিগ্রী সেলসিয়াস এ ফুটতে থাকে এবং বাস্পে রূপান্তরিত হয়? আল্লাহ কি এটা পাঁচ ডিগ্রিতে করতে পারতেননা ?


অবশ্যই পারতেন। তিনি ইচ্ছা করেছেন তাই এটা ১০০ ডিগ্রীতেই হয়।


আল্লাহ কেন এরকম চেয়েছেন ?


উত্তর হলো, তা আল্লাহই ভালো জানেন। আমাদেরকে সেই জ্ঞান দেয়া হয়নি। আমাদেরকে আল্লাহ সামান্যই জ্ঞান দিয়েছেন।


আল্লাহ তাই বলেন:


"They ask you about the soul; say: “The soul is my Lord’s command, and you have been given little knowledge about it.” (Al Quran# 17:85)


"তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিনঃ রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে।" ( আল কুরআন# ১৭:৮৫)


প্রতিটি প্রাণীকেই আল্লাহ জ্ঞানের সীমা নির্ধারণ করে দিয়েছেন; এর থেকে বেশি কারো পক্ষেই জানা সম্ভব নয়। একটি মুরগীর পক্ষে আইনস্টাইনের থিওরী অফ রিলেটিভিটি কোনোদিনই বোঝা সম্ভব হবেনা। আবার বিভিন্ন প্রাণী অথবা কীট পতঙ্গকে আল্লাহ এমন কিছু বৈশিষ্ট বা ক্ষমতা দিয়েছেন যার কাছে মানুষের ক্ষমতা অতি সামান্য; অতি ক্ষুদ্র করোনা ভাইরাসের কাছে সমগ্র মানবজাতি আজ হুমকির মুখে।


মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আল্লাহ আমাদেরকে অতি সামান্যই জ্ঞান দিয়েছেন। তাই আপনি যদি সৃষ্টি রহস্যের কোনোকিছু বুঝতে না পারেন সেটা সাধারণভাবেই আপনার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, সৃষ্টিকর্তার ক্ষমতা বা জ্ঞানের সীমাবদ্ধতার জন্য নয়, সব ব্যাপারেই তিনি অসীম। অসীমের সাথে তুলনা করলে আমাদের এবং অন্যান্য প্রাণী বা কীটপতঙ্গের জ্ঞানবুদ্ধির পরিসীমার তেমন কোনো পার্থক্য নেই।


নিচের ভিডিওটি দেখুন। কি অদ্ভুত সৃষ্টিকর্তার অসীম সৃষ্টি রহস্য; এই বিষয়ে অনু পরিমান জ্ঞানও আমাদের আছে কি?


আইনস্টাইন যথার্থই বলেছেন:


"What I see in Nature is a magnificent structure that we can comprehend only very IMPERFECTLY, and that must fill a thinking person with a feeling of humility,"


"প্রকৃতিতে আমি যা দেখছি তা একটি অতি বিষ্ময়কর কাঠামো যা আমরা কেবল খুব অসম্পূর্ণভাবে বুঝতে পারি, এবং এটি অবশ্যই একজন চিন্তাশীল ব্যক্তিকে বিনয়াবনত করে।


Alamin
Alamin
463 Points

Popular Questions