Answered 2 years ago
না দেখে, আল্লাহকে চিনবেন কিভাবে? আপনি তো আজীবন দেখেও সরকারকে চেনেন না। "সরকার খাওয়ায়" এই কথাটা কে শিখিয়েছে?
জীবনে কোনদিন পিকনিকে গিয়েছেন? ৫০ জন মানুষ, সবাই সমান পরিমান টাকা জমা দিয়ে, একদিন ভ্রমণে যায়। বাইরেই রান্না ও খাবার আয়োজন করে। এতগুলো মানুষের আয়োজন, গাড়ি, রান্নার সরঞ্জাম, বাজার করা, ইত্যাদি অনেক কাজ আছে। ওই ৫০ জনের মধ্যে থেকেই কয়েকজন স্বেচ্ছাসেবক বাছাই করা হয়। তারা পরিশ্রম করে সবকিছু ব্যাবস্থা করে। তারা বাজার করে, রান্না করে, এমনকি খাবার পরিবেশন করে। চলতি ভাষায় ওই স্বেচ্ছাসেবকদের "ম্যানেজার" বলে।
মনে রাখবেন, ওই কয়েকজন স্বেচ্ছাসেবক, খাবার রান্না ও পরিবেশন করলেও, নিজের পয়সাতে খাবারের ব্যাবস্থা করেনি। খাবারের ব্যাবস্থা হয়েছে ওই ৫০ জনের টাকায়। ওই "ম্যানেজার" কাউকে খাওয়ায় না, তারা শুধু ব্যাবস্থাপনা করে।
গনতান্ত্রিক দেশের সরকার ঠিক তেমনই এক "ম্যানেজার" । গনতান্ত্রিক রাস্ট্রের মালিক হলো জনগন। কোটি মানুষ মিলে দেশ পরিচালনা করা যায় না। দেশ পরিচালনার জন্য কিছু "ম্যানেজার" নির্বাচন করি। সেই "ম্যানেজার" কমিটিকেই আমরা সরকার বলে চিনি। সরকার দেশে মালিক নয়। সরকার হলো দেশ পরিচালনাকারি "ম্যানেজার" । সরকার কাউকে খাওয়ায় না। সরকার শুধুমাত্র ব্যাবস্থাপনা করে।
সরকার খাওয়ায় না। জনগন নিজেই নিজের খাবার খায়। গোলামী করতে করতে, জাতির এমন অবস্থা হয়েছে যে, শিক্ষিত মানুষও "সরকার খাওয়ায়" এমন মনে করে।
জনগন নিজেই যদি নিজের খাবার খায়, তাহলে - আল্লাহ খাওয়ায় কিভাবে?
এই কঠিন প্রশ্নটি আমার ছেলে জিজ্ঞাসা করেছিলো। তখন তার বয়স ছিল ৪ বছর। তার নানী মুরগী কিনেছে, রান্না করেছে, তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। তাহলে, সেই খাবার খেয়ে "আলহামদুলিল্লাহ্" বলতে হবে কেন?
আল্লাহর রহমতে, ওই কঠিন প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। আমরা প্লাস্টিক, কাগজ, কাপড়, ইত্যাদি খেতে পারি না। আমরা যেটাই খাই না কেন, সবই জীব দেহের অংশ। সবসময়ই কোন জীবন (প্রাণী/উদ্ভিদ) থেকে খাবার পাওয়া যায়। জীবন আল্লাহর সৃষ্টি। সকল খাবার আল্লাহর সৃষ্টি। যে যেভাবেই খাবার সংগ্রহ করুক না কেন, সকল খাবার আল্লাহর দান।
আল্লাহ জীবন সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহই খাবার দিতে পারেন। খাবার দেবার ক্ষমতা আর কারো নেই।
admin publisher