আল্লাহর সৃষ্টি সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য দেবেন কি?

1 Answers   9.6 K

Answered 2 years ago

আল্লাহর অদ্ভুত সৃষ্টি সাথে নিয়ে বসে আছেন। অথচ, সেসব সৃষ্টি খুজেই পাচ্ছেন না? ইনশা-আল্লাহঃ আল্লাহর অসাধারন সৃষ্টি আপনাকে দেখিয়ে দিব।


কম্পিউটার খুলে দেখেছেন, সেটার ভেতরে কতগুলো যন্ত্রপাতি আছে? দেড় কেজিরও কম ওজনের কোন একটি মাখন বা জেলির টুকরো যদি কম্পিউটারের মতন কাজ করে, সেটাকে কি অদ্ভুত বলবেন? আপনার মস্তিস্ক (brain), ১৩০০ গ্রাম ওজনের একটি জেলির মতন পদার্থ, যার বেশিরভাগই পানি। অথচ, আপনার ওই জেলি মস্তিস্ক, সুপার-কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা আর-রহমান - ১৩)


আপনার বিল্ডিঙের দোতালায় পানি ওঠাতে একটি পানির পাম্প (water pump) আছে। বিদ্যুৎ ছাড়া চলে না। বিরতীহীন চলতে পারে না, বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। কয়েক বছরে নস্ট হয়ে যায়। ওজন প্রায় দশ কেজি। অথচ, মাত্র ৩০০ গ্রাম ওজনের একটি পাম্প কোন বিদ্যুৎ ছাড়াই, কোন তরলকে, প্রায় ৩০ ফুট উপরে ওঠানোর মতন শক্তিশালী। পাম্পটি কোনরকম রক্ষণাবেক্ষণ ছাড়াই, বিরতিহীন ৭০-৮০ বছর পর্যন্ত চলে। এমন পাম্পকে কি অদ্ভুত বলবেন? হ্যাঁ, তেমন অদ্ভুত পাম্প হলো আপনার হৃৎপিণ্ড (heart)।

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা আর-রহমান - ১৩)


একটি যন্ত্র বানাবেন, যেটা বাতাস থেকে অক্সিজেন শোষন করে, কার্বন-ডাই-অক্সাইড উতপন্ন করবেন। সেই যন্ত্র কত বড় হবে, সেটাতে কি কি যন্ত্রপাতি থাকবে, সেটার হিসাব করেন। যদি কোন যন্ত্রপাতি ছাড়াই, এক কেজিরও কম ওজনের, ফোমের মতন একটি বস্তু যদি একই কাজ করে, তাহলে কি সেটাকে অদ্ভুত বলবেন? তেমন অদ্ভুত বস্তুটি হলো আপনার ফুসফুস (lungs) - ছবি দেখুন।

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা আর রহমান - ১৩)


আপনি পানির পাইপ খুব ভালোভাবে চেনেন। মোটা বা চিকণ, যে কোন ধরনের পাইপ হতে পারে। স্যালাইন এর পাইপ দেখেছেনে। ওটা পানির পাইপ থেকে অনেক সরু, কিন্তু তার ভেতরে তরল প্রবাহিত হতে পারে। আরো সরু পাইপ আছে। ইংজেকশনের সুই, তেমনই একটি পাইপ। এর মধ্যেও তরল প্রবাহিত হয়। এর চেয়ে সরু কোন পাইপ কি বানানো সম্ভব? ইংজেকশনের সুই এর চেয়ে সরু পাইপ দেখলে, সেটাকে কি অদ্ভুত বলবেন? তাছাড়া, এক কিলোমিটার পাইপ পেচিয়ে রাখতে কতখানি যায়গা লাগবে বলে আপনার ধারনা? এক কিলোমিটার পাইপ পেঁচিয়ে যদি আপনার হাতের মুঠোয় রাখা যায়, সেটাকে কি অদ্ভুত বলবেন?


আপনার শরীরে মোট ৯৭ কিলোমিটার দীর্ঘ রক্ত-নালী (blood vessels) আছে। আপনার হাতের মুঠোয় তো এক কিলোমটার পাইপ (রক্তনালী) থাকার কথা।

আল্লাহর অদ্ভুত সৃষ্টি, আপনার নিজের শরীরের ভেতরেই রয়েছে। অথচ আপনি সেটা খুঁজে পাচ্ছেন না। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা আর রহমান - ১৩)


Rasel Rana
rasel.rana12
189 Points

Popular Questions