আল্লাহর কাছে সময় স্থির না চলমান?

1 Answers   10.7 K

Answered 2 years ago

আল্লাহর কাছে সময় স্থির না চলমান- প্রশ্নটাই ভুল। কেননা সময় আল্লাহর সৃষ্ট বিষয়, আর উনার সৃষ্ট যেকোনো জিনিসের বৈশিষ্ট্যের সাথে উনার কোনো সম্পর্ক নেই। উনার জন্য সময় চলমান বা স্থির কোনোটাই নয়, কারণ উনি আমাদের মতো কোনো সময়ের মাঝেই আবদ্ধ নন। বরং আল্লাহ শুধু নিজেই অন্যের জন্য সময়কে চলমান নয়ত স্থির রাখেন, তিনি হচ্ছেন একে চলমান বা স্থির রাখার নিয়ন্ত্রক।
পূর্ববর্তী ও পরবর্তী উল্লেখযোগ্য সকল ইমাম ও আলেমগণ এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। এই ব্যাপারে পূর্ববর্তী ইমামগণের মধ্য হতে উল্লেখযোগ্য কয়েকজনের মতামত আমি তুলে ধরছি।

ইমাম আব্দুল কাহের বাগদাদী রহঃ বলেন,

    وأجمعوا على أنه لا يحويه مكان ولا يجري عليه زمان

    এই ব্যাপারে সকলে একমত আছেন যে কোনো স্থান আল্লাহকে ধারণ বা বেষ্টন করেতে পারে না এবং উনার উপর কোনো সময় চলে না বা অতিবাহিত হয় না।

আর ফারক বাইনাল ফিরাক, ২৮৭।

ইবনে হাযাম জাহেরী রহঃ বলেন,

    أما القول الثالث في المكان فهو أن الله تعالى لا في مكان ولا في زمان أصلا وهو قول الجمهور من أهل السنة وبه نقول

    এবং স্থান বিষয়ে তৃতীয় কথা হচ্ছে, প্রকৃতপক্ষে আল্লাহ না কোনো স্থানে আছেন, না তিনি কোনো সময়ের মধ্যে আবদ্ধ। এটাই অধিক সংখ্যক আহলে সুন্নাতের অভিমত আর আমরা এটাই বলি।

আল ফিসাল ফিল মিলাল, ২/৯৮।

জায়নুদ্দীন রাযী রহঃ বলেন,

    والله تعالى ليس على مكان ولا في مكان ولا في الجهات ولا في الزمان بل كان ولا مكان ولا زمان وهو الآن على ما عليه كان

    এবং আল্লাহ তাআলা কোন স্থানের উপর বা ভেতরে নন, আর না তিনি বিভিন্ন দিকে আর কোনো সময়ের মধ্যে আবদ্ধ। বরং তিনি তখনও ছিলেন যখন ছিল না কোনো স্থান ও সময়, আর তিনি এখনো তেমনই আছেন যেমন সকল কিছু সৃষ্টি করার পূর্বে ছিলেন।

শরহে বাদয়িল আমাল, ২০১।

মোল্লা আলী কারী রহঃ বলেন,

    أنه سبحانه ليس في مكان من الأمكنة ولا في زمان من الأزمنة لأن المكان والزمان من جملة المخلوقات

    আল্লাহ না কোনো রকমের কোনো স্থানে আছেন আর না কোনো ধরণের কোনো সময়ে আবদ্ধ আছেন। কেননা স্থান ও সময় নিজেরাই সৃষ্ট (এবং আল্লাহ উনার সবরকমের সৃষ্ট হতে পবিত্র)।

শরহে ফিকহুল আকবার, ৮৯।

ইমাম গাজ্জালী রহঃ বলেন,

    تعالى عن أن يحويه مكان كما تقدس عن أن يحده زمان بل كان قبل أن يخلق الزمان والمكان وهو الآن على ما عليه كان

    কোনো স্থান কতৃক আল্লাহকে বেষ্টন করা এবং কোনো সময় কতৃক উনাকে আবদ্ধ করা হতে উনি পবিত্র। বরং সময় ও স্থান সৃষ্টি করার পূর্বেও তিনি ছিলেন। আর এখনো তিনি তেমনই আছেন যেমন সকল কিছু সৃষ্টি করার পূর্বে ছিলেন

Saker
Saker
463 Points

Popular Questions