আলোর যদি ভর না থাকে তাহলে তা মহাকর্ষ দ্বারা আকর্ষিত হয় কেন ?

1 Answers   5.3 K

Answered 2 years ago

এটিকে বলতে পারা যায় পদার্থবিদ্যায় শতাব্দীর শ্রেষ্ঠ প্রশ্ন ৷ আলো সত্যিই মহাকর্ষ দ্বারা আকর্ষিত হয় ৷ এটাও ঘটনা যে আলোর কোন ভর নেই ।এর জন্যই আলো নিজের গতিতে যায় এবং যায় সরলরেখায় ৷কিন্তু অভিকর্ষের প্রভাবে আমরা সেই পথকে বাঁকা দেখি ৷ স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষের সুত্র আবিস্কার করেন । এবার এই মহাকর্ষের সুত্রটিকে কিছুক্ষন ভুলে গিয়ে আর একটি সূত্রের দিকে মনোনিবেশ করুন ।১৯১৫ সালে আইনষ্টাইন বিশ্বের সামনে আনেন সাধারন আপেক্ষিক তত্ত্ব ।এতে তিনি বলেন মহাকর্ষ দুটি বস্তুর মধ্যে আকর্ষন জনিত বল নয় ,এটি space ও time এর বুননের ওপর একটি বিকৃতি । একটি টাইট বুননের ওপর একটি মার্বেল রাখলে বুননের ওপর একটি বিকৃতি হয় যা নির্ভর করে মার্বেলটির ভরের ওপর। আর একটু চিন্তা করুন কল্পনা করতে যে space-time এর বিকৃতি হল Three Dimensional ৷ তাই সূর্য বা অনুরূপ একটি নক্ষত্র তার চারিদিকে একটি তিন মাত্রার space -time এর বিকৃতি সৃষ্টি করে বিশাল মহাকর্ষের প্রভাবে । এই বিকৃতির মধ্যে আলো আসতে গেলে তার পথকে দেখায় বাঁকা যদিও সে যায় সোজা পথেই ।


Raha
Raha
230 Points

Popular Questions