আলোর চেয়ে গতিসম্পন্ন কিছু নাই কেন?

1 Answers   14.5 K

Answered 2 years ago

থিওরি অব রিলেটিভিটি অনুযায়ী কোন বস্তুর বেগ যত বাড়তে থাকে তত সে ভর হারাতে থাকে(অনেক উচ্চ গতির ক্ষেত্রে)। বস্তুর বেগ যখন আলোর বেগের সমান হবে তখন বস্তুর ভর অসীম হয়ে যায়।

এর চেয়েও বেশি বেগ হলে ভর ঋণাত্নক রিডিং দিবে যেটা অসম্ভব। এজন্য আলোর চেয়ে গতিসম্পন্ন কোন কিছু নেই এই মহাবিশ্বে।

তবে মহাবিশ্ব নিজে এর চেয়ে বেশি বেগে সম্প্রসারণ হচ্ছে।

Munni Khatun
munnikhatun
429 Points

Popular Questions