আর্ম ফোর্স মেডিকেল কলেজে পড়তে খরচ কেমন পড়ে?

1 Answers   1.7 K

Answered 2 years ago

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর মধ্যে দুটো ক্যাটাগরি আছে।একটি হলো AFMC Cadet আরেকটি হলো AMC Cadet.এর মধ্যে AMC তে পড়ার জন্য লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ISSB ফেস করা লাগে।AFMC বাংলাদেশ সশস্ত্র বাহিনী কতৃক পরিচালিত হয়। এছাড়া Army Medical College বা AMC নামে বাংলাদেশ আর্মি পরিচালিত ৫ টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।নিচে AFMC এর খরচ এর একটি ছবি দেয়া হলোঃ


Aabonti
aabonti
320 Points

Popular Questions