Answered 2 years ago
আরজ আলী মাতুব্বর একজন বাংলাদেশি সার্টিফাইড নাস্তেক।
তিনি নাস্তেক মহলে খুবই জনপ্রীয়। নাস্তেকরা সবসময় তার যুক্তি নিয়ে গর্ববোধ করে। তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, তবে তিনি লাইব্রেরিতে পড়ালেখা করে অগাধ জ্ঞান অর্জন করেছেন বলে দাবি করে থাকেন। তিনি বরিশালের প্রকৃতি পরিবেশের গ্রাম্য নাস্তেক। সৃষ্টিকর্তা সম্পরকে তিনি সন্দিহান। তিনি অনেক বড় বড় বই লিখেসেন যা মূলত নাস্তেকরাই পড়ে।
আমার মন্তব্যঃ তার বইয়ে তিনি কুসংস্কার আর ইসলাম ধর্ম গুলাই ফেলসেন। ওনার যুক্তি এতই দুর্বল যে কোন স্কুল পড়ুয়া ছাত্র তার ভুল শুধ্রে দি সক্ষম। তিনি আল্লাহ, রাসূল, মৃত্যুর পরবর্তী জীবন ইত্যাদি বিষয়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি করে মানুষের ইমান দুর্বল করার প্রচেষ্টায় সর্বদা লিপ্ত থাকে। মার মনে হয় না তিনি কোন্দিন বিজ্ঞান বই ছুয়ে দেখসেন। তিনি তার বইতে রেফারেন্স দেওয়ার বিপরীতে শুধু "শুনা হয়ে থাকে,বলা হয়,প্রচলিত আছে যে ইত্যাদি" দিয়ে থাকেন। আমার মনে হয় তিনি সারাদিন হুমায়ন আযাদ,তাসলিমা নাসরিন ও মুরগি (শাহরিয়ার) কবিরের বই পড়ে সারাজীবন ওয়েস্ট করসে্ন
rofiqahmed publisher