আয়ের অভাবে হতাশায় ভুগছেন এমন মানুষদের আজ উপায় কী?

1 Answers   2.2 K

Answered 2 years ago

সোজা কথা হলো, কাজ করতে চাইলে এখনকার দিনে ভাতের অভাব হয় না। কিন্তু আপনার যদি মনোভাব হয় যে ঘরে বসে চেয়ার এর ওপর পা তুলে লাখ টাকা বেতন নেবো, নইলে কাজ করবনা, এতে মানসম্মান যাবে তবে কোনো উপায় নাই। আপনার সাইকেল আছে নিশ্চয়, আপনি যেকোন ছোট খাটো সবজির ব্যাবসা, ধান এর ব্যাবসা, zomato, swigy এইসব এ ডেলিভারি বয় ইত্যাদি কাজ করতে পারেন। দেখুন হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকার চেয়ে কিছু একটা করা অনেক ভালো ।।।।
Bappy Adnan
bappyadnan
334 Points

Popular Questions