Answered 2 years ago
আমি চায়না থেকে আসার সময় আমার হাতে করে ২ টা এবং আমার তিনটা লাগেজ এ ৩ টা আইফোন আনি।
যার কারণে আমাকে তেমন কোনো সমস্যায় পরতে হয় নি এবং আমার হ্যান্ড ব্যাগ এ ১ টা আইপ্যাড ও ছিল!।
আমার সাথে যখন টিকেট এজিন্সির কথা হয় তখন তারা বলে আপনি হাত এ করে ২ টা ফোন এবং ১ টা ল্যাপটফ নিতে পারবেন আর প্রত্যেকটা লাগেজ এ ২/৩ টা স্মার্ট ফোন নিতে পারবেন তাই আমি ঐ ভাবে কাজ টা করি যার ফলে আমাকে কোনো ট্যাক্স ছাড়াই ৫ টা আইফোন (হাতে ২ টা এবং ৩ টা লাগেজ এ ৩ টা) এবং ১ টা আইপ্যাড (হাতে করে) নিয়ে আসতে পারি।
তাই আসা করি আপনি আপনার টিকেট এজিন্সির সাথে যোগাযোগ করে লিমিট অনুযায়ী ট্যাক্স ছাড়া ৪/৫/৬ টা স্মার্ট ফোন নিয়ে আসতে পারবেন। লাগেজ বেশি হলেও ২/৩ টার বেশি স্মার্টফোন না আনাটাই আমার কাছে যৌক্তিক।
তবে সব থেকে ভালো হবে আপনি যদি আপনার হাতের ব্যবহৃত স্মার্ট ডিভাইজ গুলোই আনেন, কারণ বর্তমানে বাংলাদেশের আইন নতুন ভাবে অবৈধ ফোন গুলোকে বাদ বা নিস্ক্রিয় করার পস্তুতি নিচ্ছে।
তাই আপনি ফোন আনলে সেটা Unofficial হিসাবেই থাকবে।
তাই আপনি দেশ থেকে দেশের শোরুম থেকে official ফোন ক্রয় করুন।
( আর আমি যখন ফোন আনি তখন Unofficial/Officia ফোন এর কোনো আইন ছিল না )।
আশাকরি আপনার উত্তর টা আপনি পেয়েছেন।
ritakhatun publisher