আমেরিকা কেন নিম্ন আয়ের দেশগুলিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? এতে আমেরিকার লাভ কী?

1 Answers   7.4 K

Answered 1 year ago

আমাদের দেশের নেতাদের কথা শুনেছেন? তাদের কথা শুনলে মনে হয়, তাদের মতন দেশপ্রেমিক আর নেই। আমার কোন চাওয়া পাওয়া নেই। আমি দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। মানুষের সেবা করতে চাই। নেতার এমন কথা শুনে, তাদের মহৎ উদ্দেশ্যর কথা জেনে, জনগণ আবেগী হয়ে যায়। নেতার পেছনে শ্লোগান দেয় - অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতন পবিত্র। অবশেষে, সেই পবিত্র ভাই কি করে? দলীয় ক্যাডার দিয়ে এলাকা দখল করে, তার নিজের লোকজন সরকারি চাকরী পায়। সরকারি বরাদ্দের টাকা আত্মসাদ করে। সেই টাকা বিদেশে পাচার করে। নেতা মুখে বলে কি , আর কাজ করে কি !! আমেরিকার ঘটনাও ঠিক তেমন। তারা যেসব দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, তার সকল দেশেই একটা জিনিস আছে। সেটা হলো - প্রাকৃতিক সম্পদ / খনিজ সম্পদ। গনতন্ত্র প্রতিষ্ঠার নাম করে, সেই দেশে ঢুকে, দেশের সম্পদ লুট করে নেয়। আমেরিকা আসলে অন্য দেশের সম্পদ লুট করার জন্য গনতন্ত্র প্রতিষ্ঠার নাটক করে। অতি বুদ্ধিমান অনেকেই প্রশ্ন করতে পারেন - সেই দেশগুলোর যদি এতই সম্পদ থাকে, তাহলে তারা নিম্ন আয়ের দেশ কেন? বিশ্বের সবচেয়ে দরিদ্র লোকজন কোন অঞ্চলে থাকে? কোন অঞ্চলে সবচেয়ে বেশী অভাব, কোন অঞ্চলে সবচেয়ে বেশী মানুষ না খেয়ে থাকে? সবাই এর উত্তর দিবেন - আফ্রিকা। এবার খুঁজে দেখুন, বিশ্বের সবচেয়ে বেশী স্বর্ণ ও হীরার খনি আছে আফ্রিকাতে। প্রাকৃতিক সম্পদ থাকলেই কাজ হয় না, সেটার সঠিক ব্যবহার জানা লাগে।
Imon Rana
imonrana
477 Points

Popular Questions