আমেরিকায় চার পাখার ফ্যান বহুল ব্যবহৃত হলেও, আমাদের দেশে তিন পাখার ফ্যান বেশি ব্যবহৃত হয় কেন?

1 Answers   5.5 K

Answered 2 years ago

সাধারণত এসি রুমে চার পাখার ফ্যান ব্যবহার করা হয়। যেগুলোর আরপিএম কম। আর আমেরিকার সব বাড়িই সেন্ট্রাল এসি করা।

এবার অভিজ্ঞতার প্রসঙ্গে আসি। আমার চা পাখার ফ্যানের অভিজ্ঞতা ভালো। দাম বেশি পড়লেও বাতাসও বেশি পাচ্ছি। আমি চার পাখার ফ্যান কেনার আগে একটু রিচার্জ করে দেখলাম অনেকগুলো আরপিএম ১৮০ +- এরকম। আর নরমার তিন পাখার ফ্যানের আরপিএম ৩২০-৩৮০। যার ফলে চার পাখার ফ্যান ঘোরে কম। বাতাসও কম। তো অনেক দেখে শুনে এাটা পেলাম যার আরপিএম ৩০০. কিনে ফেললাম। সাথে নতুন তিন পাখার ফ্যান একটা আরপিএম ৩৫০। দুটো দুই রৃমে লাগিয়ে মা বোন কে বললাম কোনটার বাতাস বেশি। তারা চার পাখা দেখিয়ে দিল।

কারণটা বলি। চার পাখার ফ্যান মিনিটে ৩০০ বার ঘোরে আর পাখা চারটা মানে ৩০০×৪=১২০০ বার পাখার আবর্তনে ভালো এয়ার ডেলিভারি দিচ্ছে। আর অন্যদিকে ৩৫০ আরপিএমের তিনপাখা ১০৫০ পেয়ে পিছিয়ে পড়েছে।

তাই ফ্যান কেনার আগে তার গায়ের লেখাগুলো পড়ে নিন।

Indila Indira
indilaindira
286 Points

Popular Questions