আমেরিকার ভিসা স্যাঙ্কশনের ওয়ার্নিং আসাতে ২০২৪ সালের নির্বাচন ফ্যাটি হাসিনার অধীনে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে মনে করেন?
0
0
1 Answers
11.5 K
0
Answered
1 year ago
তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেমন আফ্রিকা দক্ষিন এশিয়া মধ্যে আরব সরকার প্রধানরা নিজ দেশের সার্বভৌমত্বর গুরুত্ব বেশী দিয়ে থাকেন। ভবিষ্যতে দেশের অর্থনীতি কোনদিকে যাবে তার তোয়াক্কা করেনা, শুধু মাত্র এই কারনেই সরাসরি পশ্চিমা শক্তির মুখোমুকি হয়।
পশ্চিমারা আগ্রাসন পরিচালনা না করে স্যাংশন ফ্যাংশন দিয়ে কখনই এশিয়া বা আফ্রিকা বা মধ্য আরবের দেশগুলোর সরকার টলাতে পারেনি।
শুধু নিষেধাজ্ঞার পাহাড় জমাতে পাড়ে।
rakibafsar publisher