আমেরিকার পর ইসরাইলের পরাশক্তি হয়ার সম্ভবনা কতটুকু?

1 Answers   8.7 K

Answered 2 years ago

ছবির এই লোকগুলোকে চেনেন? একেবারে মাঝখানে গোফ ওয়ালা লোকটি, রাজ কুমার হীরানি। তিনি আমির খান এর বিখ্যাত ছবি 3 Idiots এবং PK এর পরিচালক। নিচের সারিতে সবচেয়ে বামে, রহিত শেটি। তিনি অজয় দেবগন এর Singham ও শাহরুখ খানের Chennai Express সিনেমার পরিচালক। তার ডান পাশে আছে কবির খান। তিনি সালমান খান এর Ek tha Tiger এবং Bajrangi Bhaijan সিনেমার পরিচালক। দ্বিতীয় সারির দুই নম্বরে (লম্বা চুল) ইমতয়াজ আলী। তিনি সাইফ আলী খান এর Love Aaj Kal সিনেমার পরিচালক। একেবারে প্রথমে (বামে) সঞ্জয় লীলা বানসালী। তিনি মাধুরী ও ঐশ্বর্য রাই অভিনীত Devdas এবং দীপিকা পাডূকোন অভিনীত Bajirao Mastani সিনেমার পরিচালক।

উপরে বলিউডের ৫ জন নায়ক আর .৩ জন নায়িকার নাম লিখেছি। তাদের ছবি ছাড়াই আপনারা তাদেরকে চিনেছেন। যদি শুধু ছবি দেওয়া হতো, তাহলেও আপনারা নায়ক-নায়িকাদের চিনতে পারতেন।

আপনি ছবির এই ২১ জন পরিচালকদের মধ্যে কতজনকে ছবি দেখেই চিনেছেন?

মানুষ নায়ক-নায়িকা চেনে। কারন তাদেরকে সিনেমার পর্দায় দেখা যায়। পরিচালককে সিনেমাতে দেখা যায় না বলে, তাদেরকে কেউ চেনে না। আপনি এই গুণী পরিচালকদের ব্যাপারে একটা অনুমান করুন - এই পরিচালকদের মধ্যে কতজন, ভবিষ্যতে খ্যাতিমান (সেরা) অভিনেতা হতে পারবে?

আপনি সিনেমা জগতের ব্যাপারে কিছু না জানলেও, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। কোন পরিচালকই ভবিষ্যতে আভিনেতা হবে না। তারা অভিনেতা হতে চায় না, সেটা তাদের দরকারও নেই। পরিচালকরা অভিনেতাদের নিয়ে কাজ করে। পরিচালক নিজে অভিনেতা হয় না।

আমেরিকার এই পরাশক্তি বিষয়টা আসলে বিশ্বব্যাপী ডাকাতি করার একটি উপায়। তারা বিভিন্ন অজুহাতে কোন দেশে ঢুকে, যুদ্ধের ছদ্যবেশে সেই দেশের খনিজ সম্পদ লুট করে। তাদের এই কর্মকাণ্ডের রচনা ও পরিচালনায় থাকে একটি ইহুদি গোষ্ঠী। ইহুদি গোষ্ঠীর মূল ঘাটি ইসরাইল। আপনারা টিভিতে বারবার আমেরিকার প্রেসিডেন্ট বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্র্যাম্প, ইত্যাদি লোকদের দেখেন। কিন্তু মুল পরিচালক ইহুদি গোষ্ঠীটি আপনার কাছে অচেনা থেকে যায়।

ইহুদিরা পরিচালনা করছে, সবসময় পরিচালক থাকবে। আমেরিকার প্রেসিডেন্ট সবসময় অভিনয় করে বড় তারকা হবে। ইসরাইলের পরাশক্তি হবার কোন দরকার নেই। ওরা পরাশক্তি আমেরিকাকে পরিচালনা করে।


Rasel Ahmed
raselahmed
480 Points

Popular Questions