আমি ৫ লক্ষ টাকা বিদেশে যাওয়ার জন্য দিয়েছিলাম। টাকাটা ঋণ করা ছিল। বিদেশ যেতে পারিনি, টাকা ফেরত পাচ্ছি না। এখন কী করবো?

1 Answers   2.9 K

Answered 2 years ago

টাকা ফেরত পাবার আশা ছেড়ে দিন। আমি বলতে চাচ্ছি টাকা ফেরত পাওয়ার সম্ভবনা ৩০%। আপনি কোন যুগে আছেন? জানেন না, চারিদিকে ঠক, বাটপার, ভন্ড, বদমাশ। কোন আক্কেলে বিশ্বাস করলেন ওদের? টিভি দেখেন না? খবরের কাগজ পড়েন না? এই ভুল কিভাব করলেন? আদম ব্যাপারীদের কর্মকান্ড সম্পর্কে কি আপনার কোনো ধারনা নেই? মস্ত বড় ভুল করেছেন। এখন সারা জীবন কপাল চাপড়ান। ভুল করেছেন। ভুলের মাশুল দিন। খুব বড় ভুল করেছেন।

আপনি কোন দেশে যাওয়ার জন্য ঢাকা দিয়েছিলেন? মধ্যপ্রচ্যের কোনো দেশে? টাকা কি কোনো দালাল কে দিয়েছেন? না কোনো ট্রাভেল এজেন্সীকে? না আদম ব্যাপারীকে? সেটা স্পষ্ট করে বললে ভালো হতো। ৫ লাখ টাকা দিয়ে দেশেই ভালো ব্যবসা করতে পারতেন। সবচেয়ে বড় কথা, আপনার টাকা নাই, আপনি বিদেশ যাবেন না। কেন অন্যের কাছ থেকে লোন করতে গেলেন? এখন এই টাকা কিভাবে শোধ করবেন? আপনি যে ওদের টাকা দিয়েছেন কোনো প্রমান আছে আপনার কাছে?

যাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন, তাঁরা এখন কি বলছে? টাকা দিবে নাকি দিবে না? আপনার প্রশ্নটা পরিস্কার হয়নি। আরো অনেক কিছু জানা দরকার ছিলো। যাইহোক, আপনি থানায় যান। পুলিশের সাথে আলাপ করুণ। স্থানীয় কাউন্সিলর, কমিশনার এবং এমপির সাথে যোগাযোগ করুণ। যাকে টাকা দিয়েছেন- প্রতিদিন তাগাদা দিন। ওদের হাতে পায়ে ধরুন। কান্নাকাটি করুণ। প্রয়োজনে ওদের বাসায় চলে যান। মোট কথা টাকা না পাওয়া পর্যন্ত পিছু ছাড়বেন না।

Bipul
Bipul652
294 Points

Popular Questions