আমি ২০১৭ সালে এইস এস সি পাশ করেছিলাম, তারপর একটি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে ড্রোপাউট হয়ে যাই, এখন চাচ্ছি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, আমি কি কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবো?

1 Answers   11.3 K

Answered 2 years ago

জি অবশ্যই পারবেন। আপনি সামর্থ অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়। কোন বিষয় নিয়ে পড়া শোনা করতে চান আর তাদের খরচ কেমন। মিলে গেলে শুরু করুন।

অনেক বিশ্ববিদ্যালয়ই আছে শুরু করার জন্য। যদিনা আপনার গুরুতর কোন অসুবিধা থেকে থাকে।

তবে আমার মতে কারিগরি শিক্ষার দিকে যাওয়া ভাল। সেক্ষেত্রে তুলনা মূলক অল্প সময়ে কাজের সন্ধান পেতে পারেন। ধন্যবাদ!

Rabby Khan
khanrabby
325 Points

Popular Questions