আমি ১০ বছরে ১.৫ কোটি টাকা কিভাবে কামাতে পারি?

1 Answers   12 K

Answered 1 year ago

10 বছরে? সময়টা কিছু বেশি মনে হচ্ছেনা । আপনি ব্যাবসা করে 1.5 কোটি টাকা 2 থেকে 3 বছরের মধ্যেই আয় করে ফেলতে পারবেন । বিশেষ করে যদি আপনি অনলাইন ব্যবসা করেন, তাহলে আরো বেশি টাকা আয় করতে পারবেন ।

হ্যাঁ, আপনি অনলাইনে ব্যাবসা করে এত টাকা আয় করতে পারবেন (কোনো ঠাট্টা নয়! লোকে আয় করছে এই পরিমান টাকা)

কয়েকটি লাভজনক অনলাইন ব্যবসা আইডিয়া যা থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন -

Youtube Channel

অনলাইনে টাকা কামানোর সবচেয়ে জনপ্রিয় উপায় গুলির মধ্যে এক হল ইউটিউব চ্যানেল । আপনি পড়াশোনায় ভালো হলে Study Channel, Game খেলায় ভালো হলে Gaming Channel, আর রান্নাবান্নায় ভালো হলে Cooking Channel । বলার মানে হচ্ছে, আপনি যা পারেন তা নিয়েই এক ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন । কয়েকটি Channel আইডিয়া দেখে নেওয়া যাক -

    Facts Channel
    Book summary
    Gaming
    Study Channel
    Cooking
    Vlogging
    Tech review
    (How to) Channel
    Motivational
    Song Lyrics

এই টপিক গুলির ওপর ইউটিউব Channel, আপনি শুরু করতে পারবেন । তবে দুটো ভিডিও Upload করার পরই, লক্ষ-লক্ষ ভিউ Expect করে থাকবেন না । ইউটিউব চ্যানেল grow করতে সময় লাগে । Content improve করতে হয় । Analytics দেখে বুঝতে হয়, কোথায় ভুল হচ্ছে । তাই একদিনে হার মেনে যাবেন না । সময় লাগা স্বাভাবিক । "একদিনে সফল হবেন না , কিন্তু একদিন হবেনই!"

ইউটিউব থেকে আয় করতে চান?

এই আর্টিকেল টি পড়তে পারেন - ইউটিউব থেকে আয় করার উপায়

Blogging

ব্লগ হলো এক ধরনের ওয়েবসাইট । যার মধ্যে আমরা আর্টিকেল Publish করে থাকি । ঠিক যেমন এই আর্টিকেলটি আপনি পড়ছেন । সেরকমই আপনাকেও নির্দিষ্ট একটি টপিক বা ক্যাটাগরি choose করে আর্টিকেল পোস্ট করতে হবে । অবশ্যই আর্টিকেলটি নিজেকেই লিখতে হবে । অন্য কোন Website থেকে টুকলি করলে আপনি কখনোই সফল হতে পারবেন না । তাই আর্টিকেল নিজে লিখবেন । আর্টিকেল লেখা কোন কঠিন কাজ নয় । তবে লিখতে লিখতে শিখবেন ।

বিশেষ করে বাংলা ভাষায় এখন Blog Site খুবই কম রয়েছে । তাই সুযোগ বিশাল!!!

যখন আপনার ব্লগে ভালো সংখ্যক Visitor আসা শুরু করবে । তখন Google adsense এর মাধ্যমে ad লাগিয়ে টাকা আয় করতে পারবেন ।

ব্লগিং শিখতে চান?

এই আর্টিকেল টি পড়তে পারেন - ব্লগ থেকে আয় করার উপায়

Domain Flipping

এই ব্যবসায় পা দেওয়ার আগে । আপনাকে domain name কি? কিভাবে কাজ করে? কোন ধরনের ডোমেইনের চাহিদা বৃদ্ধি পেতে পারে । এই ব্যাপারে যথেষ্ট জানকারি নিতে হবে । তবেই আপনি এই ব্যবসা করে ভালো লাভ করতে পারবেন । লোকে 400 টাকায় Domain কিনে তা 7 লক্ষ টাকায়ও বিক্রি করেন আবার কোনও কোনও domain name কোটি টাকাতেও বিক্রি হয়েছে । তাই এই বিজনেসে লাভ অনেক বেশি । তবে ব্যবসায় নামার আগে যথেষ্ট জ্ঞান নিয়ে নেবেন ।

আপনার সুবিধার জন্য, একটি YouTube Video Recommend করলাম । জেনে নিন Domain Flipping ব্যাপারে বিস্তারিত ।

Affiliate Marketing

অনলাইন ব্যবসা গুলির মধ্যে সবচেয়ে লাভজনক এক ব্যবসা হল Affiliate Marketing । এই ব্যবসায় অন্যের Product কে কমিশনের বিনিময়ে বিক্রি করা হয় । clickbank, digistore24 ইত্যাদি নামিদামি Affiliate Program রয়েছে । যেখান থেকে আপনি Product প্রমোট করার জন্য বেছে নিতে পারবেন । আপনি Product টি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ওয়েবসাইট বা যেকোনো প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনার link দ্বারা সেল করতে পারলেই, কমিশন পেয়ে যাবেন । কোন কোন ক্ষেত্রে কমিশন 90% অবদি হয়ে থাকে ।

সম্পূর্ন আর্টিকেল টি পড়তে পারেন - অনলাইনে ইনকাম করার উপায়

Dolna Khatun
dolnakhatun
190 Points

Popular Questions