আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই না, কিন্তু আমার পরিবার জোড় করে ডিভোর্স দিতে। করণীয় কী?

1 Answers   4.7 K

Answered 2 years ago

দুইটা সম্পর্কেই বলি।

০১) ডিভোর্স দিবেন নাঃ আপনি নিজেই আপনার স্বামীকে ডিভোর্স দিতে চাচ্ছেন না, সংসার করার জন্যে এরচেয়ে বড় জিনিস কিছুই নাই। আপনার স্বামীকে আপনি যতটা চিনেন আপনার পরিবার ততটা চেনে না। আপনার যখন আত্মবিশ্বাস আছে তখন ডিভোর্স দিবেন না। আর যদি ডিভোর্স না দেন তাহলে আপনাদের সাংসারিক জীবন আরও সুন্দর হবে বলে আশা করতেই পারি। কারণ স্বামী বুঝতে পারবে যে, আপনি সত্যিই তাকে ভালোবাসেন বা তাকে চান। আপনার সন্তান থাকলে তাদের জীবনে মায়ের অভাবও থাকবে না।

০২)যদি ডিভোর্স দেনঃ বিয়ের পর বাপের বাড়ির পরামর্শ নেওয়া উচিৎ না বলে মনে করি। নিজের সংসার, নিজের জীবন তাই নিজের সিদ্ধান্ত নেওয়া দরকার। ডিভোর্স দেওয়া-নেওয়া অনেক জীবনের অনেক বড় বিষয় কারণ এই সিদ্ধান্ত একটা বড় এফেক্ট ফেলবে আপনার জীবনে। আপনি যদি ডিভোর্স দেন তাহলে আপনার জীবনের প্রোফাইলে একটা দাগ লেগেই যাবে(সমাজ দিবে)।তাছাড়া সন্তান থাকে, তাহলে তো তাদের কষ্ট দুঃখ দেখে পরে এই ডিভোর্স এর জন্যে আফসোস করতে হবে। এমন কি মা ছাড়া তাদের জীবন বিপথেও যেতে পারে।

আর হ্যা আরেকটা কথা ডিভোর্সের পর কোথায় যাবেন? বাপের বাড়ি!!!তাহলে শুনুন,

বিয়ের আগে বাপের বাড়ি রাজকুমারীর মুল্য পেলেও ডিভোর্সের পর দাসীর মুল্য পাবেন না।

ভাইয়ের বউ থাকলে তো এই জ্বালা-যন্ত্রনা কয়েকগুণ বেড়ে যাবে। যেকোনো কাজেকর্মে খোটা শুনতে হবে। আর বাকি জীবন চিন্তা করতে করতে রাত কাটাবেন আর আফসোস করবেন।

সো ডিভোর্স দিবেন না।

Sohanur Rahaman
shuhanur0575
171 Points

Popular Questions