Answered 2 years ago
ব্লাইন্ডফোল্ড ও বায়াসড অপিনিয়ন দিবো না, প্রাইভেটের যেসব এ ক্যাটাগরির ভার্সিটি যেমন ব্র্যাক/এনএসইউ/অস্ট এসব অনেক ক্ষেত্রে দেশের বেশ কিছু পাবলিকের তুলনায় ভাল করছে এবং সে দিন বেশী দূরে নাই যখন ব্র্যাক ইউনিভার্সিটি টপ লিস্টেড পজিশনে থাকবে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কারণ একটাই তাদের অত্যন্ত সু-শৃঙখল কারিক্যুলাম। আপনি যদি এ ক্যাট প্রাইভেটের সিএসইর খরচ এফোর্ড করার মতো ক্ষমতা রাখেন, তবে চোখ বুজে এডমিশন নিয়ে নিন; পাব্লিকে পিউর সাব্জেক্টের তুলনায় অনেক ভাল ডিসিশন হবে।
আরো একটা বিষয়, বর্তমান দিনে সাব্জেক্ট ম্যাটার করে সবচে বেশী ভার্সিটিও ক্ষেত্র বিশেষে। সমাজের প্রচলিত ট্যাবু থেকে বেরোতে হবে আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবসময় খারাপ কিংবা পাব্লিক সবকিছুর ঊর্ধ্বে, হ্যাঁ দেশের প্রাচীন বিশ্ববিদ্যালয় বা প্রাচীন ডিপার্টমেন্ট বা মেধাবী শিক্ষার্থীর দিক থেকে পাব্লিক অবশ্যই প্রাইভেট থেকে এগিয়ে থাকবে তবে অন আ স্কেল প্রাইভেট যে খারাপ এসব জাজমেন্টাল অপিনিয়ন থেকে বেরিয়ে আসতে হবে।
sakibuddin publisher