Answered 2 years ago
যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই তাদের জন্য বাংলাদেশে থেকে ডোমেন হোস্টিং কেনা একরকম ভোগান্তি পোহাতে হয়। তখন হোস্টগেটর, ব্লুহোস্ট বা নেমচিপ থেকে ভালো মানের ডোমেন হোস্টিং কেনা সম্ভব হয় না। কিন্তু কাছাকাছি মানের ডোমেন হোস্টিং কিনতে তখন বাংলাদেশি কোম্পানির শরনাপন্ন হতে হয়।
আমারও যেহেতু ডুয়াল কারেন্সি কার্ড নেই আমিও একসময় চিন্তায় পড়েছিলাম। তারপর অনেক ঘাটাঘাটি করে জিহোস্টবিডির সন্ধান পেলাম। ওদের কমিউনিকেশন যেমন ভালো তেমনি ওদের সার্ভার আমেরিকায় থাকায় আপনার আমেরিকার ভিজিটর থাকলে তারা অনেক বেশি স্পিড পাবে। আমরা সবাই আমেরিকা বেসড সাইটই তৈরি করি।
তারা তাদের কাস্টমারদের প্রথম এক বছর ফ্রি ডোমেন এবং আজীবনের জন্য এসএসএল ফ্রি দিয়ে থাকে। আমি তাদের ৩০০০ টাকার প্লানটি ব্যবহার করছি।
mollahselim publisher