Answered 2 years ago
দেখুন কেউ কাউকে এমনি এমনি বিশ্বাস করে না। বিশ্বাস অর্জন করে নিতে হয়। আপনি সবাইকে ভালোবাসেন। এটা ভাল কথা। মানুষ হয়ে জন্মেছেন- মানুষকে ভালবাসবেন এটা স্বাভাবিক। কিন্তু 'বিশ্বাস' আপনাকে অর্জন করে নিতে হবে। নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে। মেধা দিয়ে।
বর্তমান যুগটা হলো অবিশ্বাসের যুগ। এই যুগে কেউ কাউকে বিশ্বাস করে না। নিজের ছেলেমেয়েকে বাবা মা বিশ্বাস করে না। নিজের ভাই বোন একজন আরেকজনকে বিশ্বাস করে না। অফিসের বস কর্মীদের বিশ্বাস করে না। বাসার মালিক দাড়োয়ানকে বিশ্বাস করে না। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না। এক বন্ধু আরেক বন্ধুকে বিশ্বাস করে না। আপনাকে বিশ্বাস অর্জন করে নিতে হবে।
abduladi publisher