Answered 2 years ago
অনলাইনে আয় করা যায় তবে এখানে সময় নিয়ে কাজ করতে হয় মানে ধরয্য ধারণ করতে হয়।অনলাইন এমনই একটা প্লাটফর্ম যেখান থেকে আপনি প্রতি মাসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক সুবিধা আপনি সহ আপনার একটা টিম দেশ বিদেশ বেড়ানো থেকে শুরু করে আয় ও করতে পারবেন বিনা পুঁজিতে।আগে আপনাকে কাজটা ভালো করে বুঝতে হবে। অনলাইনে সময় ও মেধা ব্যয় করে সারাজীবন আয় করতে পারবেন। হয়তো আজ থেকে ১০/২০ বছর পরে আপনাকে লাইনে দাঁড়িয়ে এই নেটওয়ার্ক মার্কেটিং এর ফরম টাকা দিয়ে ক্রয় করতে হবে কারন পৃথিবী এখন নেটওয়ার্ক এ।
niloyshek publisher