আমি শুনেছি সিরিঞ্জ দিয়ে শিরায় বাতাস ঢোকালে নাকি মানুষ মারা যায় - এটার সত্যতা জানাবেন কি?

1 Answers   2.9 K

Answered 2 years ago

সচরাচর সিরিঞ্জের সাথে হালকা বাতাস প্রবেশ করলে সেটা বড় কোন সমস্যার কারণ হয় না কিন্তু তার পরিমান যদি বেশি হয় তাহলে সেটা রক্ত জমাট বাধিয়ে ফেলবে যার ফলশ্রতিতে অঙ্গহানি সব আরো কিছু দূর্ঘটনার সম্ভাবনা তৈরি হবে।আর সেটা ফুসফুসের রক্তনালীতে প্রবেশ করলে মৃর্ত্যুর সম্ভাবনা ও তৈরি হতে পারে।আর মস্তিষ্কে রক্তনালীর সাথে বাতাস প্রবেশ করলে সচরাচর মানুষের মৃর্ত্যু হয়।

কিন্তু প্রশ্ন হচ্ছে বাতাস টা আপনি ঢোকাতে কেনো যাবেন?এই ধরনের প্রশ্ন অমূলক এবং অনেকটা অপরাধপ্রবণ মনস্তত্ত্ব থেকে জন্ম নেয়।কেউ শিরা ধমনীতে বাতাস ঢুকিয়ে নিশ্চয়ই পরীক্ষা করতে চাইবে না যে কি হয় তাইনা?


Rashed Rimon
rashedrimon
509 Points

Popular Questions