Answered 2 years ago
না। তবে যৌনতার বাড়াবাড়ি যাদের মানসিক রুগী করে তুলেছে সেই বিকৃত মনাদের কথা সতন্ত্র।
ঢুলে পড়তে দেখলে কেন মেয়েরা থুতু ফেললেও যৌন মনোরোগী উত্তেজিত হতে পারে।এসব উদ্ভট তথ্য মাথায় থাকলে সবসময় মাথা উত্যক্ত থাকবে। ভদ্র সমাজে ওঠাবসা করতে হলে মেয়েদের সম্মন্ধে সম্মান পোষন করতে হবে।
যৌন চিন্তা ছাড়া মেয়েদের দেখা অভ্যেস করতে হবে। মেয়ে যে কেবল যৌন বস্তু নয় এটা ভুলে বিভিন্ন সময়ে ধৈর্য হারালে লোকসমাজে অপমানিত হওয়ার সম্ভাবনা।
মেয়েদের বস্তু হিসাবে না দেখে মানুষ রূপে দেখা শুরু করতে হবে। তার ইচ্ছাকে মর্যাদা দিতে হবে। তার ভাবনাকে গুরুত্ব দিতে হবে। বিকৃত যৌন উত্তেজনা মনোবিকারের ফল। নিজের ধর্ম অনুসারে মন সংযত করা শুরু করতে হবে। পরিপূর্ন যৌন মনোরোগী হওয়ার আগে কিছু ভালো অভ্যাস মেয়েদের সম্মন্ধে সুচিন্তা শুরু করতে সাহায্য করবে। পৃথিবীতে যৌনতা ও সন্তান উৎপাদন ই সব নয়। মানুষ রূপে জন্ম হয়েছে; পৃথিবীর শ্রেষ্ঠ জীব। পৃথিবীকে ভালো কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে।
bipolraj publisher