আমি রাত ৮ টারপর ফ্রী থাকি, কিন্তু এই ফ্রী সময়ে আমি ইনকাম করতে চাই। কিভাবে?
0
0
1 Answers
4.9 K
0
Answered
1 year ago
ঘরে বসে আয় করা এখন আর অলীক কল্পনা নয়। দিবা-রাত্রির মতো সত্য। কেননা আজকের পৃথিবী ইন্টারনেট কেন্দ্রিক। প্রায় সবকিছুই এখন অনলাইনে করা হচ্ছে। তাই অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করার সুযোগ হয়েছে অবারিত। যা করোনাকালীন সময়ে খুবই বাস্তব আকারে আমাদের সবার সামনে হাজির হয়েছে। এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যাপারটার সাথে আমরা খুবই পরিচিত। তাই অনায়াসে বলা যায় ঘরে বসে আয় করা এখন খুবই সম্ভব। তবে ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে সঠিক ধারণার পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
ঘরে বসে আয় করার নানা উপায় রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব। এমন না যে, আজকে শুরু করলাম আর কাল থেকে টাকা আসা শুরু হবে। নানা প্রলোভন ও প্রতারণার ফাঁদ রয়েছে অনলাইনে। তাই সর্তক হয়ে সব কিছু জেনে বুঝে অনলাইনে আয় করার পথ বেছে নিতে হবে। আজকে আমি একটা এপপ্স এর কথা বলি, সেই এপপ্সটা আমি নিজে ও ডাউনলোড করে ইনকাম করছি, তাই বলছি Sikka ডাউনলোড করে নিয়ে ইনকাম করতে পারেন, এখানে আপনার এক টাকা ও ইনভেস্ট করা বা রেজিস্ট্রেশন ফ্রি সব ফ্রি, কোন টাকা লাগে না,, সেই sikka এপপ্স এর মধ্যে হাজারো এপপ্স থাকে, সেই গুলো পাশে টাকার এমাউন্ট লেখা থাকে, তুমি সেই এপপ্স একটা একটা করে ডাউনলোড করলে তুমি টাকা পাইবে, আর সেই টাকা তোমার সেভিংস একাউন্ট এ নিয়ে নিতে পারবে,, 50 টাকা নিচে হবে না,, মিনিমাম 50 টাকা ট্রান্সফার করতে পারবে,, যে এপপ্স টা ডাউনলোড করবে তার থেকে টাকা ঢুকে গেলে তুমি সে এপপ্স টা ডিলেট করে দিতে পারবা, রাখলে রাখতে পারো যে এপপ্স গুলো ভালো অন্য কাজ করতে পারবে, আমি বলবো এক, দুই দিন পরে ডিলেট করে দিলে ভালো।
Sikka……Sikka…
hafizasultana publisher