Answered 2 years ago
এ পর্যন্ত আটটি উত্তর পেয়েছেন। অনেকে বদলাতে বলেছেন আপনাকে, তবে জানি না আপনি নিজেকে কতটুকু বদলিযেছেন। আমার কাছে বদলানো বিষয়টা আপনি যেমন সহজ করে বেলেছেন তেমন সহজ নয়। বস্তুত মানুষ কখনো এক অবস্থায় থাকতে পারে না। কিছু বিষয় প্রাকৃতিক ও গতানুগতিক বদলাতে থাকে, সেটিকে পারিভাষিকভাবে তেমন বদলানো বলে না। আবার কিছু জিনিস আছে চাইলেই বদলানো যায় না। কাজেই আপনার প্রশ্নের সঠিক উত্তরের জন্যে নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দিন।
১- আপনি বর্তমান কী অবস্থায় আছেন ?
২- আপনি নিজের কী বদলাতে চান ? আর সেই ব্যাপারে আপনার সামর্থ্য ও সক্ষমতা কতটুকু আছে ?
৩- কেন বদলাতে চান ? বর্তমান অবস্থা ও তার ক্রমবর্ধমান পরিবর্তন কী আপনার পছন্দ নয় ?
deb05485 publisher