আমি যদি বাড়ির সিন্দুকটিকে বৈদ্যুতিকৃত রাখি এবং তাতে যদি চোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়, আমি কি আইনের চোখে অপরাধী?

1 Answers   11.7 K

Answered 2 years ago

আপনার সিন্দুককে সুরক্ষিত রাখার জন্য যদি তাকে বিদ্যুতায়িত করে রাখেনএবং চোর চুরি করতে এসে যদি তাতে মারা যান তাহলে কি হবে?

আমার বাঙলাদেশের পেনাল কোড সম্বন্ধে কোন ধারণা নেই, কিন্তু ভারতীয় পেনাল কোড অনুযায়ী আপনি শাস্তির যোগ্য এবং তাও খুনের জন্য। বিদেশে এই ভাবে বিদ্যুতায়িত করে রাখার ব্যবস্থা আছে। কিন্তু সেখানে পালসেটিং বিদ্যুত দেওয়া থাকে।

এর অর্থ হচ্ছে, এই ব্যবস্থায় বিদ্যুত নিয়ত বহমান থাকে না, টুনি বালবের মত আসে যায়। এখানে চোর সিন্দুক ছুলেই প্রচন্ড শক দিয়ে তাকে ছিটকে ফেলে দেবে।

আর আপনার ব্যবস্থায় আপনি নিজের পরিবারের লোক জনেরও বিপদ বাড়াচ্ছেন। আপনার পরিবারের কেউ ভুলেও হাত দিলে (বিশেষ করে শিশুরা) ব্যাপারটা মর্মান্তিক হবে।

তারচেয়ে এই ডিজিটাল যুগে টাকা পয়সা ব্যাঙ্কে আর গয়না ব্যাঙ্কের লকারে রাখুন। আর শান্তিতে নিদ্রা যান।


Khalid Rimon
khalidrimon
385 Points

Popular Questions