Answered 2 years ago
এক বারে প্রধানমন্ত্রী হওয়ার টার্গেট নিয়ে নিজস্ব দল দিয়ে খুব বেশীদূর যাওয়া যাবে না। এর চেয়ে ছোট ছোট লক্ষ্য স্থির করে এগুনো যেতে পারে।
আপনি যেই এলাকায় থাকেন সেখানকার ওয়ার্ড কমিশনার হওয়ার টার্গেট নিতে পারেন। সেজন্য আপনাকে এলাকাবাসীর পাশে থাকতে হবে, সমাজসেবামূলক কাজ করতে হবে। এরপর ওয়ার্ড কমিশনার হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে জিততে হবে।
এই কাজে সফল হলে তারপর চেয়ারম্যান বা মেয়র নির্বাচনকে টার্গেট করতে পারেন। ইতিমধ্যেই আপনি নির্বাচনী কৌশল জেনে যাবেন, মানুষের সমর্থন আপনার পাশে থাকলে নির্বাচিত হয়ে যাবেন।
আপনার পরবর্তী লক্ষ্য হবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া। একাধিকবার আপনাকে নির্বাচিত হতে হবে। আপনি যদি নিজস্ব দল নিয়ে এগুতে চান তাহলে আপনার দলের বেশ কিছু মানুষকে নির্বাচিত হতে হবে। আপনার যদি একটা শক্ত অবস্থান তৈরী হয় তাহলে বড় দলের সাথে নেগোশিয়েশন করতে পারবেন। আর যদি দল অনেকবেশী শক্তিশালী হয় যে ২০০ আসন পেয়ে যান তাহলে তো হলই।
এই দূর্গম পথে হাঁটার সময় বহু প্রতিবন্ধকতা আসবে, জেলে যাবেন, অর্থ খরচ হবে, প্রচুর সময় দিতে হবে, জীবনের ঝুকিও নিতে হবে। এর চেয়ে আপনি মন দিয়ে মানুষের সেবা করুন, মানুষের জন্য কাজ করুন। প্রধানমন্ত্রী হতে না পারলেও বহু মানুষের ভালবাসা পাবেন, আপনি অনেক সুখে থাকবেন
babynaznin05 publisher