Answered 2 years ago
আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার অনেক বন্ধু ডিগ্রি পাস করে আজ তারা আমার থেকে অনেক বড় চাকুরী করে। আমার জীবনে খুব ইচ্ছা ছিল বাইরের কোনো ওয়ার্ল্ড বেস্ট রেঙ্কিং ভার্সিটি থেকে পড়ার। আল্লাহ্ আমার ইচ্ছা কবুল করছে। এখন কথা হলো জীবন ওখানেই শেষ নয় শুধু পথ টা একটু ভিন্ন হয়। যেখানেই পড়েন এটা কোনো বিষয় না। কি শিখছেন সেটাই বিষয়। তবে আমাদের দেশে ব্র্যান্ড হিসেবে ভার্সিটি গুলো চাকুরীর ক্ষেত্রে অনেক প্রভাব ফেলে। এখন সবাই তো আর ব্র্যান্ড পায় না। যারা পায় না তারা কি ভালো জায়গায় যাচ্ছে না। সব সময় নিজের ভিতরে একটা বিশ্বাস রাখবেন (আমি আমার জন্যই বেস্ট) সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দিয়ে চেষ্টা করে যান শুভ কামনা।
suriyasultana publisher