আমি যত বড় হচ্ছি, তত আমার বড় ভাইয়ের সাথে বিভেদ হচ্ছে। কিন্তু কেন? এটার কি কোনো সমাধান আছে?

1 Answers   10.4 K

Answered 2 years ago

আছে সকল কিছুর সমাধান রয়েছে যদি কেউ সমাধান চায় সেক্ষেত্রে। আমাদের সমাজে ভাই ভাইয়ের ভিতরে সম্পর্কচ্ছেদ করতে কিছু মহাশয় কাজ করেন হয়ত তারা আপনাকে বা আপনার ভাইকে কিছু বলে। কেউ এই কাজ করে কিনা সেটা দেখবেন। দুই ভাইয়ের ভিতরে সম্পর্ক মজবুত করতে আপনি তার সাথেই কিছু সময় কাটান কোন গুরুত্বপূর্ণ বিষয় তার সাথে আলাপ করেন। কোন গুরুত্বপূর্ণ জিনিস তার নিকট আমানত রাখুন। এভাবে করে বিশ্বাসের পরিধি বাড়ান। নিজেদের ভিতরে সম্পদ নিয়ে কোন ঝামেলা থাকলে সেটা আলাপের মাধ্যমে সমাধান করুন। মনে রাখবেন দুই ভাইয়ের সম্পর্ক যদি স্বার্থহীন হয় সেটা একসময় অনেক বিপদের ঢাল হবে।


Deb
deb05485
285 Points

Popular Questions