আমি ব্লগ খুলেছি ৭ দিন হয়েছে পোষ্ট করেছি ৫ টি সকল পোষ্ট ইনডেক্স আছে কিন্তু কোনো ট্রাফিক আসে না। কিভাবে ট্রাফিক আনবো?

1 Answers   8.5 K

Answered 2 years ago

আপনার সাইটের যদি ON Page Seo করা থাকে এবং সাইটম্যাপ তৈরি করা থাকে তাহলে একটি পোস্ট পাবলিশ করার ১২ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সেটা গুগলে ইনডেক্স হয়ে যায়। আর গুগলের সার্চ রেজাল্টে আসতে সময় লাগে ৭ থেকে ২৮ দিন।

আপনি আপনার সাইটে আজ একটি পোষ্ট পাবলিশ করলেন, আগামীকাল সেটা গুগলে ইনডেক্স হবে, আগামী সপ্তাহে সেটা সার্চ রেজাল্টে আসবে, আর সার্চ রেজাল্টে প্রথম পেজে না আসলে ভিজিটর না আসাটাই স্বাভাবিক।

আর গুগলের সার্চ রেজাল্টে আসলেই হবে না আপনার পোস্টে ভিজিটর আনার জন্য সেই পোস্ট টি গুগলের প্রথম পেজে থাকতে হবে।

কারন আমরা যদি গুগলে কোনো সার্চ করি তাহলে সেটা প্রথম পেজেই পেয়ে যাই, খুব বেশি হলে দ্বিতীয় পেজে যাই, কখনোই ৮-১০ নাম্বার পেজে যাই না, আপনার পোস্ট যদি ১০ নাম্বার পেজে থাকে তাহলে তো আমরা সেখানে যাবো না।

তাই আপনার পোষ্ট গুগলে ইনডেক্স হলেই ভিজিটর আসবে না, এর জন্য আপনার সেই পোস্ট টাকে সার্চ রেজাল্টে আসতে হবে, শুধু সার্চ রেজাল্টে আসলে হবে না সার্চ রেজাল্টের প্রথম পেজে আসতে হবে তাহলেই আপনার ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক বাড়বে।

আশা করছি বুঝতে পেরেছেন।


Aabonti
aabonti
320 Points

Popular Questions