আমি ব্যাংকে ৬ কোটি টাকা জমা করেছি, কিন্তু কোনো প্রকার সরকারি ট্যাক্স এখোনো দেইনি, এক্ষেত্রে আমার কী ধরনের ঝুঁকি আছে?

1 Answers   13.4 K

Answered 2 years ago

ব্যাংকে ছয় কোটি টাকা জমা করলে, ব্যাঙ্ক থেকে সেই টাকার উৎস জানতে চাওয়ার কথা।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশানুসারে, কোনো গ্রাহকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণের টাকার উপরে ব্যাংকে টাকা জমা হলে, সেটা ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে কেন্দ্রীয় ব্যাংকে জানানোর কথা এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের কাছে রিপোর্ট হওয়ার কথা।

যদি এই টাকার বৈধ উৎস থেকে থাকে, সেক্ষেত্রে আয়কর জমা করার ব্যাপারটি থাকছেই। যদি আয়কর জমা না করা হয়ে থাকে, সেক্ষেত্রে সরকার আয়কর কেটে নেবে এবং আয়কর বিভাগের নিয়মের পরিপ্রেক্ষিতে, ট্যাক্স জমা না করার কারণটি সন্তোষজনক না হলে, প্রয়োজনীয় ক্ষেত্রে জরিমানা (penalty) দিতে হবে।

আর যদি টাকার বৈধ উৎস দেখানো সম্ভব না হয়, সেক্ষেত্রে সরকারী পদক্ষেপের ফলস্বরূপ, গ্রেফতারি থেকে কারাবাস পর্যন্ত ঝুঁকির জন্য মানসিক প্রস্তুতি রাখাই উত্তম হবে।

Liza Khatun
liza
408 Points

Popular Questions