Answered 2 years ago
আমি অলরেডি একটা ব্যবসা করছি, তারপরেও প্রতিদিন বিভিন্ন মিডিয়া গুলোতে একবছর ধরে আরেকটা ব্যবসা খুঁজে বেড়াচ্ছি। এখনো কোন কূল কিনারা খুঁজে পাইনি। আরো হয়তো অনেকদিন খুঁজে দেখবো। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ব্যবসা খুজতে গিয়ে একটা বিষয় বুঝতে পেরেছি যে, আসলে ব্যবসা বিষয় টা কোন লেখা বা ভিডিও তে দেওয়া আইডিয়া নিয়ে শুরু করা কোন ভাবে সম্ভব না। ব্যবসা শুরু করা একান্ত ব্যক্তিগত এলাকা ও পরিবেশের উপর নির্বর করে। আমার অতীত অভিজ্ঞতা থেকে এই টুকু বলতে পারি। যে কোন ব্যবসা শুরু করতে প্রথমে ক্লিয়ার হতে হবে আপনি কি ব্যবসা করতে চাচ্ছেন। ব্যবসা খুঁজে পেলে ঐ ব্যবসার সম্পর্কে অল্প সল্প ধারণা নিয়ে ছোট পরিসরে ব্যবসাটা শুরু করে দেওয়া। বাকিটা সময় বলে দিবে কিভাবে কি করতে হবে। তবে যেটায় করেন শুরুটা ছোট করে করতে হবে। যদি সম্ভব হয় উক্ত ব্যবসার সংশ্লিষ্ট কারো সাথে থেকে, কিছু আইডিয়া নিতে পারলে খুবে সহজ হবে শুরু করতে।
jonikhan publisher