Answered 2 years ago
সেই ধরনের পণ্য বা সেবা আপনি খুঁজে বার করুন। যা আপনি নিজের হাতের তালুর মতোই চেনেন। এরপর এর market analysis করে বাজারের ফাঁক (market gap) খুঁজে বের করুন অর্থাৎ আপনি যা নিয়ে ব্যবসা করতে উদ্যোগী সেখানে আপনি যা আনতে চান সেটা already আছে কিনা?
যদি দেখেন নেই তাহলে আপনি first mover advantage পাবেন ভাগ্য ভালো থাকলে monopoly হিসেবে কামাতে পারবেন।
কিন্তু যদি আগে থেকেই তেমন কিছু থেকে থাকে তাহলে তারা ক্রেতার কোন চাহিদাটাকে মেটাতে পারছে না যেটা আপনি মিটিয়ে দিতে পারেন? তার ওপর কাজ করুন। তারপরই আপনার পণ্য বা সেবা বাজারজাত করার কথা চিন্তা করুন।
ahonasardar publisher