Answered 2 years ago
আত্মসম্মানবোধ বিসর্জন দিতে পারলে সিজনাল ফলমুল বিক্রি করতে পারেন। এই ব্যাবসায় ভাল প্রফিট মার্জিন থাকে। তাছাড়া একটু ফাকা জায়গায়, ফুটপাথে ফোন রিচার্জ করতে পারেন। কফি ফেরি করা যায়। যদিও এটা শীতকালে ছাড়া পারবেন না। তবে আমার পছন্দ গার্লস স্কুলের সামনে স্বাস্থ্যকর পদ্ধতিতে দেশীয় ফলের ভর্তা বা আচারের ব্যবসা। এছাড়া কিছু কুটির সামগ্রী ফেরি করলেও মন্দ হয়না। চাইলে নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে স্কুলের সামনে অপেক্ষারত মহিলা অভিভাবকদের কাছে বিক্রি করতে পারেন। সত্যি বলতে আমার আইডিয়াগুলি ছোট মনে হলেও লাভের হিসাবে আপনি নিসঃন্দেহ জিতে যাবেন।
Mamun Khan publisher