আমি বিয়ে করেছি ৩ মাস। আমার স্ত্রীর গ্যাস পাম্প করছিল এর ১৫ দিন পরে বুকে চাপ দিলে সাদা তরল পদার্থ বের হয়। এইটা কী জন্য হচ্ছে?

1 Answers   11 K

Answered 2 years ago

আমি বিয়ে করেছি ৩ মাস। আমার স্ত্রীর গ্যাস পাম্প করছিল এর ১৫ দিন পরে বুকে চাপ দিলে সাদা তরল পদার্থ বের হয়। এইটা কী জন্য হচ্ছে?

আপনার স্ত্রী কি কি ওষুধ নিচ্ছেন সেগুলো উল্লেখ করলে সঠিকভাবে বলা যেত! কিছু ওষুধ, যেমন:

হরমোন, জন্মনিয়ন্ত্রণ বড়ি, অ্যান্টিএমেটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, কিছু রক্তচাপের ওষুধ এছাড়াও হার্বাল ওষুধের কারণে নারীদের ক্ষেত্রে স্তনে দুধ আসা (Galactorrhea), পিরিয়ড বন্ধ (Amenorrhea) বা দীর্ঘস্থায়ী (Menorrhagia) বা ব্যথাতুর (Dysmenorrhea) হওয়া এবং পুরুষদের ক্ষেত্রে স্তন বড় ও ব্যথা (Gynecomastia), লিঙ্গ শিথিলতা (Erectile dysfunction), বন্ধ্যাত্ব (infertile - sterile) ইত্যাদি হতে পারে! এসব ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।

স্ত্রীর খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।


Bristy
Bristy
326 Points

Popular Questions