Answered 2 years ago
আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলির একটি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনার ফ্যামিলি স্ট্যাটাস থেকে জাস্ট একধাপ উপরে কোন ফ্যামিলিতে বিয়ে করা উচিৎ। আর ছেলে হিসেবে ফ্যামিলি স্ট্যাটাস থেকে একধাপ নিচে কোন ফ্যামিলির মেয়ের সাথে বিয়ের সম্পর্কে জড়ানো উচিৎ। তাহলে উভয় পক্ষ থেকে দাম্পত্য এবং পারিবারিক সম্পর্কটি ব্যালেন্সে থাকবে এবং সম্পর্কটি টিকে থাকা প্রত্যাশিত। ভারসাম্যহীনতা কোন কিছু প্রকৃতি সহ্য করে না। বড় লাফ দিতে গেলে পা ভাঙ্গার চান্স বেশি থাকে...
সবার আগে একটা মেয়ের মধ্যে দেখবেন তার স্বভাব, চরিত্র, ওটাই একটা মেয়ে কে শুদ্দতম মেইক করে। বাকি সব কিছু পরে। বিয়ের ব্যাপারে সৌন্দর্য সবার পরে দেখতে হয়। আগে দেখতে হয় মেয়ের স্বভাব, চরিত্র, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। যখন একজন মানুষের সাথে চব্বিশ টা ঘন্টা থাকবেন তখন তার সৌন্দর্য না, সে মানুষ টা কেমন সেটাই ম্যাটার করে। যদি সৌন্দর্য সাথে পেয়ে যান ওটা হবে বোনাস...
মেয়েদের একধাপ নিচে যাওয়া মানে, মাঝেমধ্যে শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় সজনদের কথাবার্তা শুনতে হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ব্যাপার টা একটু ভিন্ন। একটি ছেলে যদি একধাপ নিচের কোন মেয়েকে বিয়ে করে, সেই মেয়েকে শ্বশুর শাশুড়ি প্রচন্ড স্নেহ করে এবং হাজব্যান্ড অনেক ভালোবাসে। মেয়েদের ক্ষেত্রে কখনই নিচে যাওয়া উচিৎ না। একটি মেয়ের বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া থাকে, বিয়ের পর সেগুলো যদি পূরণ না হয় সে নিজের মনেই কষ্ট পেতে থাকে। তাই বলবো না মেয়েদের খুব বেশি উপরে যাওয়া উচিৎ। জাস্ট আপনার প্রেজেন্ট পজিশনের থেকে যেন একটু বেটার হয় সেটুকু এনশিওর করতে পারলেই হলো...
কিন্তু বিয়ের ক্ষেত্রে বড় গ্যাপ হলে খুব সমস্যা। মেয়ে যদি মিডল ক্লাসের হয়ে রিচ ফ্যামিলিতে যায়, সবসময় তার শ্বশুর বাড়িতে নত হয়ে থাকতে হবে। ছেলে যদি মিডল ক্লাসের হয়ে রিচ ফ্যামিলির মেয়ে বিয়ে করে, তাহলে তার প্রচন্ড প্রেশারে জীবন কাটাতে হবে। সবকিছুর মধ্যে ব্যালেন্স থাকা খুব বেশি জরুরী। তাহলে সেটার স্থায়িত্ব থাকে। খুব বেশি উচু নিচু আপনাকে সবসময় আতঙ্কে রাখবে...
rabiyaborshi publisher