Answered 2 years ago
আপনি বিয়ে করতে চান না কেন? শারীরিক সমস্যার কারনে? না নাকি টাকা পয়স নাই? প্রেমিক হতে চান? বিশ্বপ্রেমিক? এসব ফাজলামো বাদ দিন। মানুষ হোন। ভালো মানুষ। ভালো মানুষ না হতে পারলে জীবনে কিছুই হতে পারবেন না। পরিবারের জন্য বোঝা হবেন। সমাজের জন্য বোঝা হবেন। সে জীবন লজ্জার।
প্রেমিক হওয়ার দরকার নাই আপনার। আপনি একজন বাবা মায়ের আদর্শ সন্তান হোন। আপনি শুধু মাত্র প্রেমিক হলে, তাতে আপনার প্রেমিকার কি লাভ? আপনার পরিবারের কি লাভ? সমাজের কি লাভ? ভাইরে এসব ফাজলামো বাদ দিন। মানুষ হোন। ফুলের মধু খাবেন। ভ্রমর হবেন না। আজিব আপনাদের চিন্তা ধারা।
বিয়ে করতে যোগ্যতা লাগে। সাহস লাগে। সংসার চালানোর মতো টাকা উপার্জন করতে হয়। বিয়ে মানে দায়িত্ব। প্রেম ভালোবাসার মধ্যে কোনো দায়িত্ব নেই। আপনি চান দায়িত্বহীন হয়ে জীবন কাটাতে। ইহা দুঃখজনক। কেন মেয়েদের জীবন নষ্ট করবেন? নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলুন। তাহলে ফালতু চিন্তা মাথায় আসবে না।
asdre publisher