আমি বিবাহ করেছি ৪৫ দিন হয়েছে কিন্তু আমার বউ মোটা হওয়ার কারণে আমার মনে তাকে বসাতে পারছি না, এখন আমি কী করবো?

1 Answers   2.4 K

Answered 2 years ago

দেখেশুনে বিয়ে করেছেন নিশ্চয়ই, এখন মনে বসাতে না পারার কারন দেখিনা।

রূপ/স্বাস্থ্য/উচ্চতা এসব দিয়ে বিচার না করে গুণ বিচার করার চেষ্টা করুন, হয়ত তার মধ্যে অন্যান্য গুণাবলী অনেক ভাল পাবেন যা আপনার জীবনকে অনেক সুন্দর সাবলীল করে তুলবে।

আপনার আচার-ব্যবহার ভাল হয়, ভাল পরিবারের মেয়ে হয়, ধার্মিক হয়, সাংসারি হয়,

গায়ের সাইজ কোন ব্যাপার না।বন্ধু বান্ধবের নেতিবাচক কথা কানে নেবেন না, যারা নেগেটিভ কথা বলে তাদেরকে এড়িয়ে চলুন, এরা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী নয়।

Sohanur Rahaman
shuhanur0575
171 Points

Popular Questions