আমি বিজ্ঞান বিভাগ থেকে HSC ২০২৩-এর পরীক্ষার্থী। আমি HSC-এর পর একজন প্রোগ্রামার হয়ে গড়ে উঠতে চাই। তাহলে আমার কোথায় পড়াশোনা করা উচিত বা কী করা উচিত?

1 Answers   8.9 K

Answered 1 year ago

আমি বর্তমানে রুয়েট সিএসই তে পড়ালেখা করছি। তুমি HSC ২৩ ব্যাচের পরীক্ষার্থী হলে এক্সামের আর মাত্র ১২ দিন বাকি ,তাই এখন ভালো ভাবে পরীক্ষার প্রস্তুতি নাও । তুমি যদি ভালোভাবে কম্পিউটার সাইন্স এ ক্যারিয়ার বিল্ড করতে চাও তবে বুয়েট ,রুয়েট,কুয়েট,চুয়েট,ঢাবি বা সাস্ট অথবা MIST তোমার জন্য সেরা অপশন হতে পারে। অনেকেই বলবে একাডেমিক পড়ালেখার সাথে প্রোগ্রামিং এর সাথ নেই, এটি আংশিক সত্য আংশিক মিথ্যে কারণ তুমি যখন একটা গুড বাঞ্চ অফ প্রোগ্রামার এর সাথে নিয়মিত কানেক্ট করবা তখন সেটা তোমাকে হাইলি মোটিভেট করবে প্রোগ্রামার হওয়ার বেপারে। আমি বর্তমানে চর্চার সাথে যুক্ত আছি। আমাদের প্ল্যাটফর্ম HSC 23 ব্যাচের একাডেমিক ও এডমিশন প্রিপারেশন এর জন্য কাজ করছে ট্রাই করে দেখতে পারো chorcha
Anaf Khan
anafkhan
406 Points

Popular Questions