আমি বাচ্চাদের কাপড় ব্যবসা করতে চাই পাইকারি কাপড় কোথায় থেকে কিনলে ভালো হবে? কেমন মূলধন লাগতে পারে?
0
0
1 Answers
9.7 K
0
Answered
2 years ago
ভাই মূলধন টা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনি যেমন সামর্থ নিয়ে ব্যবসায় লাগবেন তেমন ব্যবসা করতে পারবেন।
বাচ্চাদের পোশাকের পাইকারি বাজার কোথায় আছে? আপনি যদি বাচ্চাদের পোশাকের পাইকারি ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন? কিন্তু, কোথা হতে বাচ্চাদের পোশাক কিনবেন তা বুঝতে পারছেন না! আপনি এই লেখা থেকে জানতে চলেছেন, বাংলাদেশের সকল বিভাগের কোথায় কোথায় বাচ্চাদের পোশাক পাইকারি দামে বিক্রি করা হয়।
আপনি প্রতিটি জেলা শহরেই কিছু কিছু দোকান পেয়ে যাবেন, যেগুলো পাইকারি বা হোল-সেলে কাপড় বিক্রি করে থাকে। কিন্তু, তারাও অন্য কারো থেকে কাপড় কিনে এনে, আপনার কাছে বিক্রি করবে। তারমানে তারা মধ্যস্থ ব্যবসায়ী হিসাবে কাজ করে।
ফলে, তারাও কিছুটা লাভ করে বিক্রি করতে চাইবে। তবে, আপনি যদি সরাসরি এমন মার্কেট থেকে কাপড় কিনতে পারেন, যাদের নিজস্ব গার্মেন্টস অথবা কারখানা আছে তাহলে, আপনি আরও কম দামে কাপড়গুলো কিনতে পারবেন।
বাচ্চাদের পোশাকের পাইকারি বাজার
এতে একদিকে আপনি যেমন কম দামে কাপড়গুলো পাচ্ছেন, অন্যদিকে কোয়ালিটি যাচাই করতে পারছেন। তাই, আজ এমনই কিছু মার্কেটের সন্ধান দিব যেগুলো থেকে আপনি কম দামে বাচ্চাদের পাইকারি কাপড় পেয়ে যাবেন। অনলাইনে ব্যবসা করার নিয়ম জেনে ব্যবসা শুরু করে দিতে পারেন।
ঢাকার কোথায় বাচ্চাদের পোশাক পাইকারি দরে পাবেন?
সদরঘাট
রণবী ফ্যাশন
দোকানের ঠিকানা: ইস্টবেঙ্গল ইন্সটিটিউশন সুপার মার্কেট, তৃতীয় তলার দোকান নং ১১/১২/১৩, গলি নং ১ সদরঘাট ঢাকা – ১১০০
দোকানের মোবাইল: দোকানের মালিকের সাথে সরাসরি কথা বলতে চাইলে যোগাযোগ, হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, 01713-93 2419, 01985-0090 95
এখানে, আপনারা শূন্য থেকে শুরু করে ১২ বছরের বাচ্চাদের সকল পোশাক পেয়ে যাবেন। এছাড়াও, আপনি এখানে আপনার পছন্দমতো ড্রেস অর্ডার করে বানিয়ে নিতে পারেন। এদের নিজেদেরর কারখানা রয়েছে, যারা খুব সুলভ মূল্যে আপনাকে পোশাক দিয়ে পারবে। আর, টি শার্ট পাইকারি বাজার কোথায় আছে? থেকে টিশার্টের পাইকারি মাকের্ট সম্পর্কে জানতে পারবেন।
জননী হোসিয়ারী এন্ড গার্মেন্টস
দোকানের ঠিকানা: দোকান নং:১১৮ ,গলি নং-৮, বি ব্লক,লেডিস পার্ক মার্কেট, সদরঘাট-ঢাকা
দোকানের মোবাইল নাম্বর: 01994663386, 01843454923
এখানে, আপনি ছোট বাচ্চাদের শীতের সব রকমের পোশাক পেয়ে যাবেন। এখানে, আপনি সবচেয়ে কম দামে হোল-সেলে সব রকমের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। সর্বনিম্ন ১২ টাকা থেকে শুরু করে বাচ্চাদের পাজামা পেয়ে যাবেন।
গুলিস্তান
মা ফ্যাশন হাউজ
দোকানের ঠিকানা: দোকান নং:বি-২৭,ঢাকা ট্রেড সেন্টার (আন্ডারগ্রাউন্ড), (সাবেক বঙ্গবাজার)গুলিস্তান,ঢাকা
মোবাইল নাম্বর: 01729771892, 01724659418
এখানে, বাচ্চাদের ০ থেকে শুরু করে ১২ বছর পর্যন্ত সব রকমেই আইটেম পাইবেন। অতি অল্প মূল্যে এখান থেকে আপনি পণ্যগুলো পেয়ে যাবেন। যেমন, এখানে সর্বনিম্ন ১১ টাকা থেকে শুরু করে বাচ্চাদের প্যান্টগুলো পেয়ে যাবেন। ১২ পিস থাকবে প্রতিটি প্যাকেটে, ১২ কালার পাবেন।
মিরপুর
Burooj Grow International Ltd
দোকানের ঠিকানা: A/9 সাহাআলী কলেজ মার্কেট, মিরপুর-১, ঢাকা- ১২১৬
দোকানের মোবাইল নfম্বর: 01784-357355, 01635-532444, 01739-792044
এখানে, আপনি ডেনিম প্যান্টগুলো পেয়ে যাবেন খুবই অল্প দামে। যেহেতু এই দোকানটি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেহেতু এখানে কোন মধ্যপন্থী নাই। তাই, এখান থেকে কাপড়গুলো কিনলে আপনার লাভের পরিমাণ বেশি হবে। এখানে থেকে কাপড় কিনে অনেকে সেগুলোকে আবার পাইকারি দামে বিক্রি করে করে, মাসে প্রায় লাখ টাকার উপর ব্যবসা করে থাকে। এখানে, তাদের নিজস্ব ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করে সরাসরি এই দোকানে চলে আসে। প্রতিটি পণ্যের গায়ে আলাদা করে বার কোড লাগানো থাকে। আপনি চাইলে অনলাইন থেকে পণ্যগুলো চেক করে দেখতে পারেন।
কেরানীগঞ্জ
ভাই ভাই গার্মেন্টস
দোকানের ঠিকানা: এস, আর শপিং মল,গলি নাম্বার-৩, শপ নাম্বার- ৫৪,কেরানীগঞ্জ, ঢাকা-১০০০।
দোকানের মোবাইল নাম্বর: 01716-487581, 01791-932090
এটা একটা হোলসেলের দোকান। তাই, এখান থেকে সর্বনিম্ন ৬ পিস করে প্রোডাক্ট নিতে হবে। আর, প্রতিটি প্রোডাক্টের পর্যাপ্ত পরিমাণে সাইজ পাওয়া যায় সাথে প্রতিটি প্রোডাক্টের নির্দিষ্ট ৩/৪ রকমের কালারও পাওয়া যাবে এখানে।
নারায়নগঞ্জ
এম মনির গার্মেন্টস
দোকানের ঠিকানা: দোকান নং-১, গলি নং-৩, মোল্লা মার্কেট, দেওভোগ, নারায়নগঞ্জ। (চাষাড়া থেকে ১০ মিনিট দূরত্বে)
দোকানের মোবাইল নfম্বর: 01921347522, 01670145172
এখানে ফতুয়া মাত্র ৬৫ টাকা থেকে শুরু করে কিনতে পারবেন। আর শার্টগুলো ৯৫ টাকা থেকে শুরু করে কিনতে পারবেন। তবে, এটি যেহেতু হোলসেলের দোকান সেহেতু এখান থেকে আপনি যেকোনো আইটেমই কিনেন না কেনও, আপনাকে সর্বনিম্নে ৬ টি করে কিনতে হবে।
রাজশাহীতে কোথায় বাচ্চাদের পোশাক পাবেন?
A-160/161, Bscic, I/E, Sopura, Rajshahi 6203। এছাড়াও, আপনি নিউমার্কেট থেকে স্বল্প মূল্যে পাইকারি দামে বাচ্চাদের পোশাক পেয়ে যাবেন। তবে, বর্তমানে আরডিএ মার্কেট রাজশাহীতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, সেখানে একদিকে যেমন মানসম্মত কাপড় পাওয়া যায় অন্যদিকে দামেও অনেক কম পাবেন নিউমার্কেটের থেকে।
চট্টগ্রামে কোথায় বাচ্চাদের পোশাক পাবেন?
টেরি বাজার
চট্টগ্রামে পাইকারি কাপড়ের বাজারের মধ্যে সবচেয়ে বড় হলো টেরি বাজার। এর ৮২ টি মার্কেটে প্রায় ২০০০ এর উপর কাপড়ের দোকান আছে। যেগুলো থেকে আপনি দেশি বিদেশি সহ হরেক রকমের বাচ্চাদের কাপড় পেয়ে যাবেন।
রিয়াজউদ্দিন বাজার
ক্রেতা আকর্ষণের দিক থেকে রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামে প্রথম। এর প্রায় ১২৭ টি মার্কেটের মধ্যে ১০০০০ টি দোকান আছে, যার বেশি ভাগই কাপড়ের। আপনি এখান থেকে বাচ্চাদের কাপড় পেয়ে যাবেন।
সিলেটে কোথায় বাচ্চাদের পোশাক পাবেন?
বাংলাদেশের লন্ডন খ্যাত সিলেট নগরীতে পাইকারি দামে বাচ্চাদের কাপড় পেতে হলে আপনাকে জিন্দা বাজার যেতে হবে। সেখানে খুব ভালো মানের এবং স্বল্প দামে কাপড় পাওয়া যায়। এছাড়াও, নিউ হকার মার্কেট এবং সিটি সুপার মার্কেট থেকেও আপনি পাইকারি দামে বাচ্চাদের কাপড়গুলো পেয়ে যাবেন।
ময়মনসিংহে কোথায় বাচ্চাদের পোশাক পাবেন?
ময়মনসিংহে আপনি পাইকারি দামে বাচ্চাদের কাপড় পেতে চাইলে আপনাকে গাংগিনাপাড়ে আসতে হবে। ময়মনসিংহ ব্রিজ বা বাস স্ট্যান্ড থেকে মাত্র ৫ টাকা অটো ভাড়া দিয়েই এখানে আসতে পারবেন। এছাড়াও গাংগিনাপাড়ের সাথেই রয়েছে বড়বাজার এবং ছোটবাজার। সেখান থেকেও পাইকারি দামে বাচ্চাদের কাপড়গুলো পেয়ে যাবেন।
খুলনায় কোথায় বাচ্চাদের পোশাক পাবেন?
খুলনায় পাইকারি কাপড়ের দোকানগুলোর জন্য ডাকবাংলার বড়বাজার বিখ্যাত। এখানে আপনি পাইকারি বা হোলসেলে কম দামে বাচ্চাদের পোশাকগুলো পেয়ে যাবেন।
abubakkar publisher