আমি বাংলাদেশ থেকে কোন ধরনের অনলাইন ব্যবসা করতে পারি দয়া করে জানাবেন কি?

1 Answers   12.7 K

Answered 3 years ago

অনলাইন কাপড়ের ব্যবসা (online cloth store)

অনলাইনে সবচে বেশি চাহিদা থাকা প্রোডাক্ট বা জিনিস হলো কাপড়। সে, ছেলেদের কাপড় হোক কি মেয়েদের কিংবা বাচ্ছাদের। আপনি যদি একটি online cloth store খুলেন তাহলে সেটা এক অনেক ভালো ব্যবসা হিসেবে প্রমাণিত হতে পারে।

আপনি লোকাল ম্যানুফ্যাকচারার (local manufacturer) বা wholesaler থেকে কাপড় কিনে তারপর নিজের লাভ যোগ কোরে সেগুলি অনলাইন বিভিন্য মাধ্যমে বিক্রি করতে পারবেন।

সেই মাধ্যম, আপনার নিজের একটি শপিং ওয়েবসাইট হতে পারে, সোশ্যাল মিডিয়া দ্বারা হতে পারে বা বিভিন্য মার্কেটপ্লেস ব্যবহার করেও হতে পারে।


Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions