Answered 3 years ago
ইংরেজি খুব ভালো করে শিখে ফেলেন। প্রোগ্রামিং শিখতে এর যথেষ্ঠ প্রয়োজন আছে। আর যদি প্রোগ্রামিং এর উপর ক্যারিয়ার গড়তে বদ্ধপরিকর থাকেন, তবে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে। কারণ প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এমন একটা বিষয় যেটা প্রতিনিয়ত আপডেট হয়, আর এজন্য একজন প্রোগ্রামার বা ডেভেলপারকে নিয়মিত শিখতে হয়। সেই শেখার উপরকরণ গুলো সবই ইংরেজিতে হয়ে থাকে যার বাংলা অনুবাদ খুবই কম। প্রোগ্রামিং এ ভালো করতে ইংরেজি হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ সহায়ক জ্ঞান। আর প্রথমটা হলো ভালো গণিত জানা।
ভালো ইংরেজি বলতে শুধু আমাদের ক্লাসের পড়া বা গ্রামার শেখা নয়। এর সাথে নিত্যপ্রয়োজনীয় ভোকাবুলারি মুখস্ত রাখতে হবে। এবং সেগুলো বলার চেষ্টা করতে হবে। বিভিন্ন ইংরেজি বই পড়তে হবে। নিউজপেপার পড়তে হবে। এভাবে আপনার ভোকাবুলারি বা শব্দ ভান্ডার বাড়বে।
এর সাথে আপনাকে সঠিক উচ্চারণও শিখে নিতে হবে এবং ইংরেজদের কথা শুনে দ্রুত ওদের উচ্চারণ বুঝতে পারতে হবে। এজন্য নিয়মিত ইংরেজি খবর বা বিভিন্ন শিক্ষণীয় ডকুমেন্টারি দেখতে পারেন।
এরপরে নিজের মনের কথা গুলো ডায়েরী আকারে মাঝে মাঝে ইংরেজিতে লিখতে পারেন।
চাইলে আপনি ভালো কোনো ইংরেজি শেখার কোর্স করতে পারেন।
গণিত খুব ভালো না জেনেও আপনি প্রোগ্রামিং শুরু করতে পারবেন। এমনকি ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট এর অনেক কাজ করতে পারবেন। কিন্তু, যদি আপনার লক্ষ্য থাকে উচ্চতর জটিল কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স ইত্যাদি নিয়ে কাজ করা, তবে গণিতে একটু ভালো হতে হবে। এজন্য আগামী তিন চার বছরে খুব বেশি কিছু করার দরকার নেই।
শুধু ক্লাসের (SSC+HSC) গণিত আর পদার্থ বিজ্ঞান খুব ভালো করে জানুন।
আর অতিরিক্ত সময় পেলে গণিত অলিম্পিয়াড আর ইনফরমেটিক্স অলিম্পিয়াডের আসা প্রশ্ন সমাধান করতে থাকুন। সুযোগ পেলে এসব প্রতিযোগীতায় অংশ নিন। পরবর্তীতে এগুলো প্রোগ্রামিং এ ভালো করতে খুবই কাজে দিবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে এগুলো ছাড়া আপনার আর কিছু শেখার দরকার নেই। আর অবশ্যই একটি ভালো বিশ্ববিদ্যালয়ে CSE তে ভর্তি হওয়ার চেষ্টা করবেন।
আশাকরি বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ!
bappyadnan publisher