আমি ফ্রিল্যান্সিং করে ১ কোটি টাকা আয় করতে চাই। কোন জিনিস শিখে আমি ১ কোটি টাকা আয় করতে পারবো?

1 Answers   8.5 K

Answered 2 years ago

অসম্ভব কিছু না, তবে আপনার অনেক সময় ও শ্রম দিতে হবে। তারপর যে সেক্টর এ ফ্রিল্যান্সিং করবেন সেটাতে ভালো হতে হবে (অসম্ভব রকমের ভালো)। সবশেষে ধৈর্য ধরতে হবে। ফ্রিল্যান্সিং অন্য পেশার মতো না যে নাইন টু ফাইভ কাজ করলেই মাস শেষে টাকা আসবে। শুরুতে কাজ খুব কম পেতে পারেন, ছেড়ে দিলে হবে না।

আপনি যে সেক্টর এই যেতে চান না কেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন। ডিসকর্ড এ্যাপ এ সার্ভার খুজে জয়ন করতে পারেন, অথবা গিটহাব বা Udemy কোর্স গুলো দেখতে পারেন। দেখবেন পেয়ে যাবেন কিছু না কিছু।

তবে আপনি যদি ভাবেন যে পরিশ্রম ছাড়াই টাকা আসবে, তবে ভুলে যান এসব কথা। ফ্রিল্যান্সিং অন্য সকল পেশার মতোই, ফ্রীডম একটু বেশী এই যা। এবং আপনাকে কিছু বিনিয়োগ করতে হবে সাথে (ভালো ল্যাপটপ, ইকুইপমেন্ট ইত্যাদি), নাহয় বেশিদিন টিকতে পারবেন না।

আমি নিজেও ফ্রিল্যান্সার, তাই অভিজ্ঞতা থেকে বলছি। প্রথম প্রথম মাসে ৪০০০ টাকা এর মতো পেতাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ১,৫০,০০০ এর মতো আসে। আমি একজন আর্টিস্ট এবং নিজে শিখেছি সব। এবং আপনার বয়স যদি কম হয় তাতেও অসুবিধা নেই, আমি এখন জাস্ট কলেজে পড়ি।

Neha Khatun
Neha Khatun
559 Points

Popular Questions