Answered 2 years ago
এই অবস্থায় ব্যবসা করার জন্য অবশ্যই আপনার পার্টনার লাগবে। কারন একা একা আপনি সবকিছু করতে পারবেন না।
এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে — আপনি কি ব্যবসা করবেন?????
আসলে এই প্রশ্ন আপনার নিজেকেই নিজে করতে হবে। আর নিজেকে প্রশ্ন করার পর এমনভাবে উত্তরটা নিয়ে আসবেন যাতে আপনার ব্যবসার মাধ্যমে মানুষের প্রবলেম সলভ হয়।
আপনি কি করতে ভালোবাসেন, কোনটা আপনার জন্য সুইট্যাবল, কোনটাতে মানুষের প্রবলেম সলভ হবে, কোনটাই আপনার বাজেট অনুযায়ী ইনভেস্ট করতে পারবেন, আপনার পার্টনারের জন্য এইটা ভালো হবে কিনা অনেক বিষয় আছে যেগুলো আপনাকে নিজে নিজেই ঠিক করতে হবে।
তাই নিজেই চিন্তা করুন — মানুষ কি প্রবলেম ফেস করছে আর সেটা আপনি কিভাবে সমাধান করবেন।
আর অবশ্যই অবশ্যই পার্টনার নিয়ে ব্যবসা কইরেন। একা একা কখনোই ভালোভাবে আগাতে পারবেন না।
আর যেহেতু আপনি প্রথম শ্রেণির একজন কর্মকর্তা — সেহেতু ব্যাসিক প্রবলেমগুলোর সমাধান আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে।
প্রথম শ্রেণির সরকারি কর্মচারী হয়েও যেহেতু আপনার মধ্যে ব্যবসার আগ্রহ আছে, সেহেতু আমি গ্যারান্টি দিচ্ছি — আপনি করতে পারবেন। সঠিক প্ল্যান থাকলে অবশ্যই কোটিপতি হতে পারবেন।
জাস্ট ডু ইট…
abbas publisher