আমি প্রচন্ড মোশাররফ কারিম বাংলাদেশী একটারের ভক্ত। ওনার বিষয় কেউ জানেন?

1 Answers   11.2 K

Answered 3 years ago

আমি মোশারফ করিমের নাটক খুব বেশি দেখিনি।তবে যতটুকু অভিনয় দেখেছি তিনি একজন উচুঁ মাপের আর্টিস্ট।তিনি মানুষকে প্রচণ্ডভাবে হাসাতে পারেন।যেকোনো ধরনের অভিনয়েই তিনি নিজেকে মিশিয়ে ফেলতে পারেন।অত্যন্ত শক্তিমান একজন অভিনয়শিল্পী।তার চিন্তা-চেতনা এবং অভিনয় দক্ষতাও আমার অত্যন্ত ভালো লাগে।

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,জালালের গল্প,টেলিভিশন এবং অজ্ঞাতনামা চলচ্চিত্র সহ আরো বেশ কিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

তবে তিনি বড় পর্দা বা সিনেমার চেয়েও বাংলাদেশের নাটকের জন্য বেশি পরিচিত।এককথায় মোশারফ করিম মানে ভিন্ন একটা জিনিস,যিনি মানুষকে মাতিয়ে রাখতে পারেন।

Bivor Shaim
bivorshaim
486 Points

Popular Questions