Answered 1 year ago
আবার অফিসে গিয়ে খোঁজ—খবর নিতে পারেন। যদি সেখানে না পেয়ে থাকেন তাহলে থানায় জিডি করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিন। তারপর সেই হারানো বিজ্ঞপ্তি পেপার কাটিং করে অনলাইনে ❝ দ্বি-নকল সনদ উত্তলন ❞ এর জন্য আবেদন করুন। পেপার কাটিং অনলাইনে আবেদন করার সময় লাগবে আপলোড করতে হবে। তারপর কিছুটা দিন অপেক্ষার পরে মোবাইল ফোনে ❝ আপনার সনদ রেডি হয়েছে ❞ এমনই একটি এস.এম.এস আসবে।।
Jannati Khatun publisher